Tejashwi Yadav: নীতীশ ‘হাত’ ছাড়তেই মমতার দলের স্লোগান তেজস্বীর মুখে
Tejashwi Yadav's first reaction: নীতীশ কুমারকে 'পরিশ্রান্ত মুখ্যমন্ত্রী' বলেও কটাক্ষ করেন লালু-পুত্র। ২০২৪-এ জেডি(ইউ) শেষ হয়ে যাবে দাবি জানিয়ে তেজস্বী বলেন, "তাঁর কোনও লক্ষ্য নেই, তিনি একজন পরিশ্রান্ত মুখ্যমন্ত্রী। আমরা তাঁকে দিয়ে অনেক কাজ করিয়েছি। ১৭ বছরে (বিজেপি-জেডিইউ শাসনকাল) যে কাজ হয়নি সেটা ১৭ মাসে করিয়েছি। আমরা গত ১৭ মাসে ঐতিহাসিক কাজ করেছি, যা দেশের কোথাও হয়নি।"
পটনা: দেড় বছরেই ভোল বদল! ফের বিহারের মহাগঠবন্ধন, জাতীয় স্তরে ইন্ডিয়া (INDIA) জোট ছেড়ে NDA-তে ফিরে গেলেন নীতীশ কুমার। রবিবার সকালে অফিসিয়ালি নীতীশ কুমার (Nitish Kumar) এনডিএ-তে যোগ দেওয়ার পর এবার প্রতিক্রিয়া জানালেন সদ্য গদিচ্যুত বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব (Tejashwi Yadav)। আর প্রথম প্রতিক্রিয়াতেই লালু-পুত্রের মুখে শোনা গেল তৃণমূলের সুরে শোনা গেল নতুন স্লোগান, “খেলা বাকি আছে।”
নীতীশ কুমারকে পুনরায় গ্রহণ করার জন্য বিজেপিকে ধন্যবাদও জানান তেজস্বী যাদব। তিনি বলেন, “আমি কেবল বিজেপিকে শুভেচ্ছা জানাচ্ছি। নীতীশ কুমারকে তাদের সঙ্গে গ্রহণ করার জন্য আমি বিজেপিকে ধন্যবাদও জানাচ্ছি। আজ তাঁরা শপথ নিন। তবে বিহারে খেলা এখনও শেষ হয়নি, খেলা এখন শুরু হয়েছে।”
এদিন নীতীশ কুমারকে ‘পরিশ্রান্ত মুখ্যমন্ত্রী’ বলেও কটাক্ষ করেন লালু-পুত্র। ২০২৪-এ জেডি(ইউ) শেষ হয়ে যাবে দাবি জানিয়ে তেজস্বী বলেন, “তাঁর কোনও লক্ষ্য নেই, তিনি একজন পরিশ্রান্ত মুখ্যমন্ত্রী। আমরা তাঁকে দিয়ে অনেক কাজ করিয়েছি।” কাজের পরিসংখ্যান দিয়ে বিহারের সদ্য প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী বলেন, “আমরা পর্যটন, আইটি এবং ক্রীড়াক্ষেত্রে নতুন নীতি নিয়ে এসেছি। ১৭ বছরে (বিজেপি-জেডিইউ শাসনকাল) যে কাজ হয়নি সেটা ১৭ মাসে করিয়েছি। আমরা গত ১৭ মাসে ঐতিহাসিক কাজ করেছি, যা দেশের কোথাও হয়নি।”
প্রসঙ্গত, ২০২২ সালেই এনডিএ জোট ছেড়ে আরজেডি, কংগ্রেস সহ ১৯টি দলের সঙ্গে মহাগঠবন্ধন জোট তৈরি করে সরকার গড়েছিলেন নীতীশ কুমার। দেড় বছর কাটতে না কাটতে ফের সেই জোট ভেঙে এনডিএ-তে ফিরে গেলেন জেডিইউ প্রধান। নীতীশের জন্য দরজা চিরতরে বন্ধ বলে সেই সময় বিজেপি হুঙ্কার ছাড়লেও শেষ পর্যন্ত তাঁকে সাদরে গ্রহণ করেছে এনডিএ। এদিন সকালেই রাজ্যপালের কাছে গিয়ে মহাগঠবন্ধন সরকারের মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়ে সরকার ভেঙে দেন নীতীশ কুমার। এনডিএ-র সঙ্গে জোট করে এদিন বিকালেই আবার নতুন সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। ইতিমধ্যে নতুন মন্ত্রিসভাও গঠন করে ফেলেছেন। তেজস্বী যাদবকে কার্যত ছেঁটে দিয়ে নতুন উপ-মুখ্যমন্ত্রী করা হল বিজেপির দুই বিধায়ককে।