Narendra Modi: বরাদ্দ ৮৯৪ কোটি, নয়া রূপে সেজে উঠছে তেলঙ্গানার ২১ স্টেশন, ৬ অগস্ট শিলান্যাস মোদীর
PM Narendra Modi: তালিকায় ছিল মোট ৩৯ স্টেশনে। তার মধ্যে বর্তমানে ২১টি স্টেশনকে বেছে নেওয়া হয়েছে। এই সমস্ত স্টেশনেই বিশাল ওয়েটিং হল, বিশ্রামাগার, লিফ্ট, এসকেলেটর, ফ্রি ওয়াইফাই, ফাস্ট ফুডের দোকান, তথ্যানুসন্ধানী কিয়স্ক তৈরি হতে চলেছে।
হায়দরাবাদ: ২১ রেল স্টেশনকে সাজিয়ে তোলা হবে তেলঙ্গানায়। ৬ অগস্ট তেলঙ্গানায় এই কাজের শিলান্যাস করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনেই এই সমস্ত স্টেশনের কাজ হতে চলেছে বলে খবর। যাত্রী সুবিধার কথা মাথায় রেখে অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে সাজিয়ে তোলা হবে এই স্টেশনগুলি। এই গোটা প্রকল্পের জন্য সরকারের তরফে ৮৯৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
সূত্রের খবর, তালিকায় ছিল মোট ৩৯ স্টেশনে। তার মধ্যে বর্তমানে ২১টি স্টেশনকে বেছে নেওয়া হয়েছে। এই সমস্ত স্টেশনেই বিশাল ওয়েটিং হল, বিশ্রামাগার, লিফ্ট, এসকেলেটর, ফ্রি ওয়াইফাই, ফাস্ট ফুডের দোকান, তথ্যানুসন্ধানী কিয়স্ক, এক্সিকিউটিভ লাউঞ্জ, বাগান, কনফারেন্স হল থাকতে চলেছে। স্টেশনের উভয় পাশের এলাকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করার দিকেও জোর দেওয়া হবে বলে জানা যাচ্ছে। ঢেলে সাজানো হবে পরিবহণ ব্যবস্থা। ইতিমধ্যেই ৭১৫ কোটি টাকা খরচ করে সেকেন্দ্রাবাদ স্টেশনের উন্নয়নের কাজ হাত দিয়েছে রেল। পাশাপাশি ২২১ কোটি টাকা ব্যয়ে ঢেলে সাজানো হচ্ছে চের্লাপল্লি টার্মিনালকে।
২১ স্টেশনে কোথায় কত খরচ
হায়দরাবাদ (নামপল্লি)- ৩০৯ কোটি টাকা নিজামবাদ- ৫৩.৩ কোটি টাকা কামারেডি – ৩৯.৯ কোটি টাকা মাহাবুবনগর – ৩৯.৯ কোটি টাকা মাহাবুবাবাদ – ৩৯.৭ কোটি মালাকপেট (হায়দরাবাদ)- ৩৬.৪ কোটি টাকা মালকাজগিরি (মেদচাল)- ২৭.৬ কোটি টাকা উপ্পুগুদা (হায়দরাবাদ)- ২৬.৮ কোটি টাকা হাফিজপেট (হায়দরাবাদ)- ২৬.৬ কোটি টাকা হাইটেক সিটি (হায়দরাবাদ)- ২৬.৬ কোটি টাকা করিমনগর – ২৬.৬ কোটি টাকা রামাগুন্ডম – ২৬.৫ কোটি টাকা খাম্মাম – ২৫.৪ কোটি টাকা মাঝিরা (খাম্মাম)- ২৫.৪ কোটি জনগাঁও – ২৫.৪ কোটি ইয়াদাদ্রি – ২৫.৪ কোটি খাজিপেট জংশন – ২৫.৪ কোটি তন্দুর (ভিকারাবাদ)- ২৪.৪ কোটি ভদ্রাচলম রোড – ২৪.৪ কোটি জহিরাবাদ – ২৪.৪ কোটি আদিলাবাদ – ১৭.৮ কোটি