Minister Controversial Comment: ‘মহিলারা স্বল্প পোশাক পরলে…’, বোরখা-কাণ্ডে মন্ত্রীর মন্তব্যে বিতর্ক

Minister Controversial Comment: অভিযোগ খতিয়ে দেখে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহম্মদ আলি।

Minister Controversial Comment: 'মহিলারা স্বল্প পোশাক পরলে...', বোরখা-কাণ্ডে মন্ত্রীর মন্তব্যে বিতর্ক
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Jun 17, 2023 | 3:43 PM

তেলেঙ্গনা: ফের বোরখা নিয়ে বিপত্তি। কয়েকজন পড়ুয়াকে বোরখা পরে পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। কলেজের উর্দু মিডিয়ামের পরীক্ষায় এই ঘটনা ঘটেছে। তেলেঙ্গনার সন্তোষ নগরের কেভি রঙ্গ রেড্ডি কলেজের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন ছাত্রীরা। সেই ঘটনার প্রতিবাদ জানাতে গিয়ে এক বিতর্কিত মন্তব্য করেছেন তেলেঙ্গনার স্বরাষ্ট্রমন্ত্রী মহম্মদ আলি।

এই অভিযোগ খতিয়ে দেখে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহম্মদ আলি। সেই সঙ্গে মহিলাদের স্বল্প পোশাক নিয়েও মন্তব্য করেছেন তিনি। কার্যত স্বল্প পোশাক নিয়ে মহিলাদের সতর্ক করেছেন তিনি।

মহম্মদ আলি বলেছেন, কয়েকজন প্রধান শিক্ষক বা অধ্যক্ষ এই নীতি নিয়ছেন ঠিকই, তবে কোথাও লেখা নেই যে কেউ বোরখা পরতে পারবেন না। যার যেটা পছন্দ সেটাই পরতে পারেন বলে উল্লেখ করেছেন তিনি। মহিলাদের উদ্দেশে মন্ত্রী আরও বলেন, ‘যদি ইউরোপিয়ান পোশাক পরেন তাহলে সেটা ঠিক নয়। মহিলারা যদি স্বল্প পোশাক পরেন, তাহলে তাতে সমস্যা হতে পারে। যদি অধিক পোশাক পরেন, তাহলেই শান্তি বজায় থাকে।’

অন্যদিকে, ওই পড়ুয়াদের অভিযোগ, তাঁদের কলেজ কর্তৃপক্ষ বোরখা খোলার জন্য চাপ দেয়। তাঁদের বলা হয়, বাইরে বেরিয়ে তাঁরা বোরখা পরতে পারবেন। বোরখা না খুললে পরীক্ষায় বসতে দেওয়া হবে না, এমনটাও বলা হয়েছিল বলে দাবি ওই ছাত্রীদের। এই বাকবিতণ্ডার জেরে প্রায় আধ ঘণ্টা পর পরীক্ষার হলে প্রবেশ করতে পারেন ওই ছাত্রীরা। তাঁদের বোরখা খুলে তবেই ভিতরে প্রবেশ করতে হয়। অভিভাবকরা বিষয়টি জানতে পারার পরই প্রতিবাদ জানান।