Love Story: মহাসাগর পাড়ি দিয়ে ৩০ বছরের ছোট প্রেমিককে বিয়ে করলেন তিন সন্তানের মা

Bizarre: আমেরিকা থেকে ৯ হাজার মাইল পাড়ি দিয়ে তানজানিয়ায় এসে নিজের থেকে ৩০ বছরের প্রেমিককে বিয়ে করেছেন তিনি।

Love Story: মহাসাগর পাড়ি দিয়ে ৩০ বছরের ছোট প্রেমিককে বিয়ে করলেন তিন সন্তানের মা
কমবয়সি প্রেমিককে বিয়ের পর আমেরিকান মহিলা
Follow Us:
| Edited By: | Updated on: Oct 08, 2022 | 9:00 AM

ক্যালিফোর্নিয়া: ভালবাসা দূরত্ব মানে না। দেশ সীমানার বেড়াজালে আটকে রাখা যায় না অন্তরের টানকে। সেই নমুনা ফের সামনে এল। আমেরিকার বাসিন্দা এক মহিলা প্রেমে পড়েছিলেন এক যুবকের। সেই যুবক ৩০ বছরের ছোট। ওই মহিলার প্রেমিকের বাড়ি আমেরিকা থেকে অনেক দূরে। পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়াতে থাকে সে। আমেরিকা থেকে ৯ হাজার মাইল পাড়ি দিয়ে তানজানিয়ায় এসে নিজের থেকে ৩০ বছরের প্রেমিককে বিয়ে করেছেন তিনি। ওই মহিলার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। তাঁদের ফেলেই প্রেমের টানে উতলা হয়েছেন তিনি।

আমেরিকার ক্যালিফোর্নিয়ার বাসিন্দা ওই মহিলার ডেবোরা বাবু। ডেবোরার দুই মেয়ে ও এক ছেলে। তানজানিয়ার বাসিন্দা সাইটোটির সঙ্গে প্রেমের সম্পর্ক হয়েছে ডেবোরার। সাইটোটি ডেবোরার থেকে ৩০ বছরের ছোট। সেই প্রেমিকের টানেই ৯ হাজার মাইল পার করে এসে বিয়ে করেছেন ওই আমেরিকার মহিলা। যদিও ডেবোরার এই বিয়ের সিদ্ধান্তে পাশে দাঁড়েননি তাঁর পরিবারের লোকেরা।

২০১৭ সালের অক্টোবর মাসে মেয়ের সঙ্গে আমেরিকার থেকে তানজানিয়ায় এসেছিলেন ঘুরতে। তখনই তাঁর সঙ্গে পরিচয় হয় সাইটোটির। সে সময়ই বন্ধুত্ব। এর পর আমেরিকায় ফিরে গিয়েও ছিল যোগাযোগ। এবং ধীরে ধীরে একে অপরের প্রেমে পড়ে যান তাঁরা। ২০১৮ সালে জুনে নিয়ম মেনে বিয়ে করেন তাঁরা। এ বছর তাঁদের বিয়ে বৈধতা পেয়েছে। সেই ঘটনার কথা আপলোড করা হয়েছে ইউটিউবে। তার পর বিষয়টি নিয়ে আলোচনা চলেছে নেটদুনিয়ায়। ৩০ বছরের ছোট প্রেমিককে বিয়ে করা নিয়ে ডেবোরা বলেছেন, “আমি জীবনে কখনও ভাবিনি নিজের থেকে ছোট কাউকে বিয়ে করব। কিন্তু সাইটোটি এত যন্ত করে এবং হৃদয়বান, তাঁর প্রেমে না পড়ে থাকতে পারিনি।”