Threatened: বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে RSS-এর সদর দফতর, বর্ষবরণের প্রাক্কালে হুমকি ফোন

শনিবার সকাল থেকেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে নাগপুরে RSS-এর সদর দফতর। পাশাপাশি টহলদারি চালাচ্ছে পুলিশ।

Threatened: বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে RSS-এর সদর দফতর, বর্ষবরণের প্রাক্কালে হুমকি ফোন
আরএসএসের সদর দফতরে হামলার হুমকি। ফাইল ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 31, 2022 | 11:15 PM

নাগপুর: বর্ষবরণের প্রাক্কালে আতঙ্ক! বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (RSS)-এর সদর দফতর। বর্ষশেষের প্রাক্কালে যখন উৎসবে মজে গোটা দেশ, তখন এমনই হুমকি ফোন এসে পৌঁছেছে নাগপুরে পুলিশ কন্ট্রোল রুমে। যদিও ওই হুমকি ফোনের সত্যতা নিয়ে সংশয় রয়েছে। তবে কোনও ঝুঁকি নিতে নারাজ মহারাষ্ট্র পুলিশ। বর্ষশেষের রাতে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে RSS-এর সদর দফতর।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত ১টা নাগাদ নাগপুরে পুলিশ কন্ট্রোল রুমে একটি হুমকি ফোন আসে। সেই ফোনেই এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি RSS-এর সদর দফতর বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এপ্রসঙ্গে গোরাখ ভামরের ৩ জোনের ডিসিপি বলেন, “শুক্রবার রাত ১টায় কন্ট্রোল রুমে একটি ফোন আসে। ফোনের ওপার থেকে এক ব্যক্তি নাগপুরে RSS-এর হেড কোয়ার্টারে হামলার হুমকি দিয়েছে।”

একেবারে পুলিশের কন্ট্রোল রুমে RSS-এর সদর দফতরে হামলার হুমকি ফোন আসার পরই নড়েচড়ে বসেছে মহারাষ্ট্র প্রশাসন। নাগপুরে RSS-এর সদর দফতরে বোম্ব স্কোয়াড এবং ডগ স্কোয়াড পাঠিয়ে পুরো দফতরে তল্লাশি অভিযান চালানো হয়। যদিও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে ডিসিপি জানিয়েছেন। তবে সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে শনিবার সকাল থেকেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে নাগপুরে RSS-এর সদর দফতর। পাশাপাশি টহলদারি চালাচ্ছে পুলিশ। অন্যদিকে, কে ফোন করেছিল সেটা জানতে ফোন নম্বর ট্র্যাক করা হচ্ছে বলে ডিসিপি জানিয়েছেন। পুলিশের তরফে নাগপুরে RSS-এর সদর দফতরে বোমা হামলার হুমকির খবরটি নিশ্চিত করা হলেও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের তরফে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

প্রসঙ্গত, শনিবার সকাল থেকেই বর্ষবরণের আনন্দে মেতে উঠেছে গোটা দেশ। তবে দিল্লি থেকে শুরু করে মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু, কলকাতা সহ বড়-বড় শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কোনও গণ্ডগোল যাতে না হয়, সেজন্য সর্বত্র পুলিশি নজরদারি চলছে। বিশেষ বিশেষ স্থান, ভবনগুলি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে।