নিজের পুঁজিবাদী বন্ধুদের জন্যই কৃষি আইন এনেছেন মোদী: প্রিয়াঙ্কা
কয়েকদিন আগেই মাথায় পাগড়ি পরে ট্রাক্টর চালাতে দেখা যায় রাহুল গান্ধীকে
লখনউ: কৃষকদের আন্দোলনে সমর্থন জানাতে দিন দুয়েক আগে পাগড়ি মাথায় ট্রাক্টর চালিয়েছেন রাহুল গান্ধী। এবার সেই কৃষি আইন নিয়ে সরব হলেন প্রিয়াঙ্কা গান্ধী। তিনি বলেন, তিন কৃষি আইন কৃষকদের জন্য তৈরিই হয়নি।
উত্তরপ্রদেশের বিজনোরে কৃষকদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে প্রিয়াঙ্কা বলেন, “প্রধানমন্ত্রীর পুঁজিবাদী বন্ধুরাই ভারতে মিডিয়া চালায়।” গোটা দেশটাই পুঁজিবাদীদের হাতে তুলে দেওয়া হবে বলে উল্লেখ করেছেন তিনি। তাঁর কথায়, সেইসব পুঁজিবাদী বন্ধুদের জন্যই এই আইন তৈরি করা হয়েছে।
আরও পড়ুন: ৫ টাকা ডিম ভাত, শহর জুড়ে ‘কমন কিচেন’! খেতে পারেন আপনিও
প্রিয়াঙ্কা গান্ধী তিনটি কৃষি আইন নিয়ে বিশ্লেষণ করেন। বলেন, এই সব আইনের উদ্দেশ্য। কৃষিজাত পণ্য কর্পোরেট সংস্থার হাতে তুলে দেওয়া আর বর্তমান মাণ্ডি ব্যবস্থাকে ভেঙে দেওয়া, যাতে বেসরকারি মাণ্ডি বাজারে প্রবেশ করতে পারে। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণ শানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী গোটা বিশ্ব ঘুরতে পারেন আর কৃষকদের সঙ্গে এসে কথা বলতে পারেন না।
যদিও কৃষক আন্দোলনে রাজনৈতিক সমীকরণের অঙ্ক নেই, তবুও কংগ্রেস কৃষক আন্দোলনের সমর্থনে একাধিক কর্মসূচী নিয়েছে। এ দিন প্রিয়াঙ্কা আশ্বাসের সুরে বলেন, “আমি কৃষকদের সঙ্গে আছি, রাহুল গান্ধী কৃষকদের সঙ্গে আছে। প্রত্যেক কংগ্রেস কর্মী আছে আপনাদের সঙ্গে।”
কৃষকদের ‘অন্নদাতা’ আখ্যা দিয়ে শুক্রবারই রাজস্থানের এক জনসভা থেকে রাহুল গান্ধী বলেন, “অন্নদাতাদের সঙ্গেই আমি ছিলাম, তাঁদের সমর্থনেই থাকব।” কৃষকেরা দেশের উন্নততর ভবিষ্যতের জন্য শান্তিপূর্ণভাবে এই আন্দোলন করছেন বলে উল্লেখ করেছেন তিনি। কৃষক আন্দোলনের প্রসঙ্গেই মোদী সরকারের ‘আচ্ছে দিন’ স্লোগানকে কটাক্ষ করেন রাহুল। বলেন, “মোদী সরকারের দিন সাচ্চেও নয়, আচ্ছেও নয়।”
কেন্দ্রীয় সরকারের সঙ্গে একাধিকবার কৃষকদের বৈঠক হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বারবার কৃষকদের কথা বলার আর্জি জানাচ্ছেন। গত শনিবার রাজ্যসভায় কৃষি আইন নিয়ে রাহুল গান্ধীকে আক্রমণ করে অর্থমন্ত্রী বলেন, “আমি ভেবেছিলাম রাহুল গান্ধী হয়তো বলবেন যে কৃষি আইন নিয়ে কংগ্রেস কেন ইউ টার্ন নিল। নিজের প্রচারপত্রে ওনারা কৃষিক্ষেত্রে পরিবর্তন নিয়ে কথা বললেও এখন সেই আইনেরই প্রতিবাদ করছেন। ভোটের জন্য তাঁরা কৃষি ঋণের লোভ দেখালেও মধ্য প্রদেশের মতো বহু রাজ্যেই সেই প্রকল্প চালু করা হয়নি।”