কলকাতা: লক্ষ্য সস্তায় দুঃস্থ মানুষকে দুপুরের খাওয়ার পৌঁছে দেওয়া। ভোটের আগেই সরকারি উদ্যোগে চালু হচ্ছে কমন কিচেন। সরকারি এই প্রকল্পে পাঁচ টাকাতেই মিলবে সব্জি- ডাল-ভাত-ডিম। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সভাঘর থেকে 'মা' নামে সরকারি এই প্রকল্পের সূচনা করেন।
প্রাথমিকভাবে কলকাতাতেই এই প্রকল্প চালু হয়েছে। রাজ্য সরকার এক্ষেত্রে দায়িত্ব দিয়েছে কলকাতা পুরসভাকে। প্রতিটি বরোয় প্রথম দফায় একটি করে মোট ১৬ টি কমন কিচেন তৈরি হয়েছে।
সোমবারই রাসবিহারী এলাকার প্রতাপাদিত্য রোডে কমন কিচেনের ব্যবস্থা করা হয়। ছিলেন ৮৪ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর পারমিতা মুখোপাধ্যায়।
সূত্রের খবর, রাজ্য বাজেটে এই প্রকল্পের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আপাতত কলকাতাতে হলেও পরবর্তীকালে ধাপে ধাপে রাজ্যের অনান্য শহরগুলিতেও এই প্রকল্প চালু হবে বলে জানা গিয়েছে।