My Home Group: মাই হোম গ্রুপের মুকুটে নতুন পালক, ৩টি খনি পেল ৫ স্টার রেটিংয়ের অ্যাওয়ার্ড

My Home Group: খনি সংস্থাগুলির প্রতিনিধিদের হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেন কেন্দ্রীয় মন্ত্রী কিষাণ রেড্ডি। অন্ধ্র প্রদেশ ও তেলঙ্গানার দশটি খনি ৫ স্টার রেটিং পেয়েছে। এই দশটি খনির মধ্যে মাই হোম গ্রুপের অধীনে রয়েছে ৩টি। তেলঙ্গানার চৌতাপল্লি খনি এবং অন্ধ্র প্রদেশের মেল্লাচেরুভু ও শ্রী জয়জ্যোতি খনি ৫ স্টার রেটিং অ্যাওয়ার্ড পেয়েছে।

My Home Group: মাই হোম গ্রুপের মুকুটে নতুন পালক, ৩টি খনি পেল ৫ স্টার রেটিংয়ের অ্যাওয়ার্ড
মাই হোম ইন্ডাস্ট্রিজের এমডি জুপল্লি রণজিৎ রাওয়ের হাতে ৫ স্টার রেটিং অ্যাওয়ার্ড তুলে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী কিষাণ রেড্ডি
Follow Us:
| Updated on: Aug 09, 2024 | 7:26 PM

নয়াদিল্লি: শিল্প ক্ষেত্রে বিশেষ পরিষেবা। বিশেষ সম্মান পেল মাই হোম গ্রুপ। বুধবার মাই হোম গ্রুপকে সম্মানিত করল কেন্দ্র। নির্মাণ ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য গ্রাহকদের কাছে অতি পরিচিত মাই হোম গ্রুপ। এবার তিনটি অ্যাওয়ার্ড পেল এই সংস্থা। এদিন মাই হোম ইন্ডাস্ট্রিজের এমডি জুপল্লি রণজিৎ রাওয়ের হাতে ৫ স্টার রেটিং অ্যাওয়ার্ড তুলে দিলেন কেন্দ্রীয় কয়লা ও খনি মন্ত্রী জি কিষাণ রেড্ডি।

খনি সংস্থাগুলির প্রতিনিধিদের হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেন কেন্দ্রীয় মন্ত্রী। অন্ধ্র প্রদেশ ও তেলঙ্গানার দশটি খনি ৫ স্টার রেটিং পেয়েছে। এই দশটি খনির মধ্যে মাই হোম গ্রুপের অধীনে রয়েছে ৩টি। তেলঙ্গানার চৌতাপল্লি খনি এবং অন্ধ্র প্রদেশের মেল্লাচেরুভু ও শ্রী জয়জ্যোতি খনি ৫ স্টার রেটিং অ্যাওয়ার্ড পেয়েছে। শ্রী জয়জ্যোতি সিমেন্ট ও মেল্লাচেরুভু ও চৌতাপল্লিতে মাই হোম খনির জন্য তিনটি ৫ স্টার রেটিং অ্যাওয়ার্ড গ্রহণ করেন হোম ইন্ডাস্ট্রিজের এমডি জুপল্লি রণজিৎ রাও।

কয়লা মন্ত্রকের অধীনস্থ ইন্ডিয়ান ব্যুরো অব মাইনস দেশজুড়ে খনিগুলিতে সমীক্ষা চালায়। ভারতীয় খনিগুলির সম্পদ বৈজ্ঞানিক পদ্ধতিতে কীভাবে বাড়ানো যায়। ওই খনিগুলির মান, সুবিধা, কর্মীদের নিরাপত্তা-সহ নানা দিকে বিবেচনা করা হয়। এইসব দিক নজর রেখে ২০২২-২৩ সালের পারফরম্যান্সের ভিত্তিতে দেশের ৬৮টি খনি ৫ স্টার রেটিং পেয়েছে। তার মধ্যে মাই হোম গ্রুপের অধীনে রয়েছে তিনটি খনি।

এদিন অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী কিষাণ রেড্ডি বলেন, খনিজ সম্পদের উপর ভর করে দেশের উন্নতি হবে। এদিকে, একাধিক বিশিষ্ট ব্যক্তি মাই হোম ইন্ডাস্ট্রিজের প্রশংসা করেন।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)