Jammu Kashmir: একই দিনে ৩ বার জঙ্গি হামলা উপত্যকার বুকে, প্রাণ গেল নিরীহ নাগরিকের
Jammu Kashmir Terrorist Attack: একই দিনে কাশ্মীরের তিনটি আলাদা আলাদা জায়গায় কোথাও গ্রেনেড, কোথাও আবার গুলির হামলা চালায় জঙ্গিরা
শ্রীনগর: জঙ্গিদের হামলায় (Terrorist Attack) আবারও কাশ্মীরের (Kashmir) ঝরল প্রাণ। একই দিনে কাশ্মীরের তিনটি আলাদা আলাদা জায়গায় কোথাও গ্রেনেড, কোথাও আবার গুলির হামলা চালায় জঙ্গিরা। পুলিশ সূত্রে খবর, জঙ্গিদের গুলি লেগে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। জঙ্গিদের ছোড়া গুলিতে আরেক ব্যক্তি আহত। গুলি চালানোর ঘটনা ঘটে শ্রীনগর শহরের বুকেই। অন্যদিকে, একটি গ্রেনেড হামলা চালানো হয় অনন্তনাগের সিআরপিএফ-র এক ব্যাঙ্কারে। যদিও তাতে কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
এ দিন প্রথমে কারা নগর এলাকায় মজিদ আহমেদ গজরি নামক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। গুলি চালানোর ঘটনার পরই এলাকার নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়। পুলিশ ও সেনার নিরাপত্তারক্ষীরা এলাকা জুড়ে টহল দিতে শুরু করেন। জঙ্গিদের উদ্দেশে তল্লাশি চলতে থাকে। বিশেষ করে চেকপয়েন্টগুলির নিরাপত্তা বাড়িয়ে প্রত্যেকটি গাড়িতে তল্লাশি চালানো হয়। কিন্তু কিছুই মেলেনি।
ঘণ্টা দুয়েক পর সন্ধ্যা ৮ টা নাগাদ আচমকাই আবারও গুলি চলে। এ বার বাটমালু নামক এলাকায় গুলি চালায় জঙ্গিরা। অন্য এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলি লেগে আহত হন মহম্মদ শাফী দ্বার নামক ওই ব্যক্তি। বর্তমানে তাঁর শারীরিক অবস্থাও উদ্বেগজনক। হাসপাতালে রেখে চিকিৎসা করা হচ্ছে। এই দুই ঘটনার নেপথ্যে থাকা জঙ্গিদের খুঁজে বের করতে এলাকাজুড়ে সার্চ অপারেশন চলছে বলে জানিয়েছে পুলিশ।
কাশ্মীরে এ দিনের তৃতীয় হামলাটি চালানো হয় অনন্তনাগে। কেপি রোডের উপরেই সিয়ারপিএফ-র ৪০ নম্বর ব্যাটালিয়নের বাঙ্কারকে লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে জঙ্গিরা। এই ঘটনাটি ঘটে সন্ধ্যা ৬ টা ৫০ নাগাদ। জানানো হয়েছে পুলিশের তরফে। পুলিশ সূত্র আরও খবর, গ্রেনেড হামলায় কেউ হতাহত হননি। কারণ জঙ্গিদের ছোড়া ওই গ্রেনেড লক্ষ্যভ্রষ্ট হয়।