TMC Manipur visit: শেষ মুহূর্তে মণিপুরের কর্মসূচি স্থগিত তৃণমূলের: সূত্র
TMC Manipur visit: শুক্রবারই মণিপুর পরিদর্শনে যাওয়ার কথা ছিল তৃণমূলের প্রতিনিধি দলের। তবে আপাতত সেই কর্মসূচি বাতিল করা হয়েছে।
কলকাতা: আপাতত মণিপুর যাচ্ছে না তৃণমূলের প্রতিনিধি দল। বৃহস্পতিবার মণিপুর যাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল করা হয়েছে বলে সূত্রের খবর। কুকি ও মেইতি সম্প্রদায়ের সংঘর্ষে গত কয়েক মাস ধরেই অশান্ত মণিপুর। কোনও রাজনৈতিক দলকে সেখানে যেতে দেওয়া হচ্ছিল না। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে সরব হয়েছিলেন। পরে পরিস্থিতির কিছুটা উন্নতি হলে যাওয়ার অনুমতি দেওয়া হয়।
তৃণমূল মণিপুর সরকারের অনুরোধেই তৃণমূলের কর্মসূচি স্থগিত করা হয়েছে। ১৯ বা ২০ জুলাই পাঁচ সদস্যের প্রতিনিধি দল যেতে পারে বলে জানা গিয়েছে। তৃণমূল নেত্রী শশী পাঁজা জানিয়েছেন, সে রাজ্যের সরকারের অনুরোধেই দল এই সিদ্ধান্ত নিয়েছে। কয়েকদিন পর যাওয়ার কথা বলেছে মণিপুর সরকার।
জানা গিয়েছে, তৃণমূলের প্রতিনিধি দলে থাকবেন রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন, দোলা সেন, সুস্মিতা দেব, লোকসভার সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ও কল্যাণ বন্দ্য়োপাধ্য়ায়।
মণিপুরের অশান্তির ঘটনাকে উপেক্ষা করা হচ্ছে বলে বিজেপির বিরুদ্ধে টুইটারে অভিযোগ করেছে তৃণমূল। বিজেপি শাসিত সরকার বিভেদের রাজনীতি করছে বলেও দাবি করে তৃণমূল। এরপরই মণিপুর যাওয়ার সিদ্ধান্ত নেয় দল।
গত মে মাস থেকেই হিংসার ঘটনা সামনে আসে মণিপুরে। পরবর্তীতে বেড়েছে অশান্তির ঘটনা। একাধিক জায়গায় কারফিউ জারি করা হয়েছে, ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে। কিছুদিন আগেই মণিপুর সফরে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। রাজ্য পুলিশ ও সেনা যৌথভাবে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অস্ত্রও উদ্ধার করেছে।