Mohua Moitra: বিজয়া সম্মেলনীতে ব্যস্ত! হাজিরার তারিখ পিছনোর আর্জি মহুয়ার
Bribe Case: মহুয়া জানান, তাঁর বিরুদ্ধে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ও আইনজীবী জয় অনন্ত দেহদ্রাই যে অভিযোগ এনেছেন, তাতে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য নিরপেক্ষ শুনানি চান তিনি। কিন্তু কমিটি আইন বিরুদ্ধভাবে তাঁকে সমন পাঠিয়েছে এবং অভিযোগকারীদের কথা আগে শুনেছে।
নয়া দিল্লি: লোকসভা এথিক্স কমিটির সমন এড়ালেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। শুক্রবার তিনি জানিয়ে দিলেন, আগামী ৩১ অক্টোবর এথিক্স কমিটির সামনে তিনি হাজিরা দিতে পারবেন না। ঘুষের বিনিময়ে সংসদে প্রশ্ন করার যে মারাত্মক অভিযোগ উঠেছিল, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য লোকসভার এথিক্স কমিটি তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে জিজ্ঞাসাবাদের জন্য ৩১ অক্টোবর সশরীরে হাজিরা দিতে নির্দেশ দিয়েছিল। এ দিন মহুয়া মৈত্র জানিয়ে দিলেন, তিনি ওই দিনে হাজিরা দিতে পারবেন না।
এ দিন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র জানান, আগামী ৩১ অক্টোবর দিল্লিতে তাঁর পক্ষে হাজিরা দেওয়া সম্ভব নয়। ওই দিন তাঁর পূর্বনির্ধারিত কর্মসূচি রয়েছে। তবে আগামী ৫ নভেম্বরের পর যেকোনও দিন, যেকোনও সময়ে তিনি কমিটির সামনে হাজিরা দিতে পারবেন।
Chairman, Ethics Comm announced my 31/10 summons on live TV way before official letter emailed to me at 19:20 hrs. All complaints & suo moto affidavits also released to media. I look forward to deposing immediately after my pre- scheduled constituency programmes end on Nov 4. pic.twitter.com/ARgWeSQiHJ
— Mahua Moitra (@MahuaMoitra) October 27, 2023
দুর্গাপুজোকেই কারণ দর্শিয়ে কৃষ্ণনগরের সাংসদ লেখেন, “আমি পশ্চিমবঙ্গের প্রতিনিধি, যেখানে দুর্গা পুজো সবথেকে বড় উৎসব। আমার আগে থেকেই একাধিক বিজয়া দশমী সম্মেলনে (সরকারি ও রাজনৈতিক অনুষ্ঠানে) যোগ দেওয়ার কথা রয়েছে। আগামী ৩০ অক্টোবর থেকে ৪ নভেম্বর অবধি আমার কেন্দ্রে একাধিক কর্মসূচি রয়েছে, সেই কারণে আমি ৩১ অক্টোবর দিল্লিতে যেতে পারব না।”
মহুয়া জানান, তাঁর বিরুদ্ধে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ও আইনজীবী জয় অনন্ত দেহদ্রাই যে অভিযোগ এনেছেন, তাতে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য নিরপেক্ষ শুনানি চান তিনি। কিন্তু কমিটি আইন বিরুদ্ধভাবে তাঁকে সমন পাঠিয়েছে এবং অভিযোগকারীদের কথা আগে শুনেছে।
একইসঙ্গে ব্য়বসায়ী দর্শন হিরানন্দানিকেও যাতে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়, তার দাবি জানান তৃণমূল সাংসদ। তিনি বলেন, “ব্যবসায়ী দর্শন হিরানন্দানিরও কমিটির সামনে হাজিরা দেওয়া উচিত এবং আমায় যে বিভিন্ন দামি দামি উপহার দেওয়ার দাবি জানিয়েছেন, তার বিস্তারিত তালিকা পেশ করা উচিত। হিরানন্দানির মৌখিক বয়ান ছাড়া এই তদন্ত অসম্পূর্ণ ও পক্ষপাতদুষ্ট হবে। এটা ক্যাঙ্গারু কোর্ট বসানোর সমার্থক হয়ে যাবে। কমিটির চূড়ান্ত রিপোর্ট দেওয়ার আগে হিরানন্দানিকেও তলব করা উচিত।”