MGNREGA: একশো দিনের কাজের টাকায় দ্রুত সমাধান চায় তৃণমূল, চিঠি পাঠাল গিরিরাজ সিংকে

TMC: রাজ্যে ১০০ দিনের কাজ সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য তৎপর তৃণমূল সাংসদরা। গিরিরাজ সিংয়ের সঙ্গে বৈঠক করে দ্রুত এই বিষয়ে একটি সমাধান চাইছেন তাঁরা।

MGNREGA: একশো দিনের কাজের টাকায় দ্রুত সমাধান চায় তৃণমূল, চিঠি পাঠাল গিরিরাজ সিংকে
একশো দিনের কাজ
Follow Us:
| Edited By: | Updated on: Apr 07, 2023 | 4:50 PM

নয়া দিল্লি: কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংকে (Giriraj Singh) চিঠি পাঠালেন তৃণমূল (Trinamool Congress) সাংসদরা। দ্রুত বৈঠক ডাকার দাবি জানিয়ে গিরিরাজকে চিঠি পাঠিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee), ডেরেক ও’ব্রায়েনরা (Derek O’Brien)। কয়েকদিন আগে বকেয়া চেয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর অফিসে গিয়েছিলেন তৃণমূল সাংসদরা। কিন্তু সে দিন দফতরে ছিলেন না গিরিরাজ সিং। তাই সচিবের সঙ্গে দেখা করেই সে দিন ফিরতে হয়েছিল তৃণমূল সাংসদদের। আর এবার ফের গিরিরাজ সিংহকে চিঠি পাঠাল তৃণমূল। জানা যাচ্ছে, যেদিন তৃণমূল সাংসদরা গিয়েছিলেন গিরিরাজের দফতরে, সেদিন বলা হয়েছিল মন্ত্রী ১৩ তারিখের পর দিল্লিতে ফিরবেন। সেই বিষয়টি উল্লেখ করেই চিঠিতে আবেদন করা হয়েছে, ১৩ এপ্রিলের পর যখন মন্ত্রী ফিরবেন, তখন দ্রুত একটি দিন স্থির করে বৈঠকে বসার জন্য।

উল্লেখ্য, রাজ্যে ১০০ দিনের কাজের প্রাপ্য টাকার ইস্যু নিয়ে দীর্ঘদিন ধরেই সরব হয়েছে রাজ্য সরকার। বিরোধীরা বার বার রাজ্যের শাসক দলকে কোনঠাসা করার চেষ্টা করছে। এদিকে সামনেই রাজ্য রয়েছে পঞ্চায়েত নির্বাচন। এমন অবস্থায় রাজ্যে ১০০ দিনের কাজ সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য তৎপর তৃণমূল সাংসদরা। গিরিরাজ সিংয়ের সঙ্গে বৈঠক করে দ্রুত এই বিষয়ে একটি সমাধান চাইছেন তাঁরা। রাজনৈতিক কারবারিদের একাংশের মতে, এই চিঠির মাধ্যমে কেন্দ্রীয় সরকারের উপর পাল্টা চাপ তৈরির কৌশল নিচ্ছে রাজ্যের শাসক শিবির।

এই নিয়ে খোঁচা দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। বলছেন, ‘ইউপিএ সরকারের আমলে একশো দিনের কাজে আমাদের রাজ্য কাজ পেয়েছিল ১৪ হাজার ৯৮৫ কোটি টাকা। ২০১৪ সাল থেকে ২০২১-২২ সাল পর্যন্ত টাকা এসেছে ৫৪ হাজার ১৫০ কোটি টাকা। অর্থাৎ প্রায় চার গুণ বেশি। তাও এখনও হিসেব দিতে পারেননি বলে টাকা বাকি আছে। হিসেব দিন, টাকা পাবেন। হিসেব দিলে আরও পাঁচ গুণ টাকা দেবে নরেন্দ্র মোদীর সরকার।’