Ayodhya Airport: অযোধ্যা বিমানবন্দরের উদ্বোধন কবে? জানাল যোগী সরকার

Ayodhya Airport: আগামী ২২ জানুয়ারি, ২০২৪ তারিখে অযোধ্যা রাম মন্দিরে বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হবে এবং তার পরদিনই সর্বসাধারণের জন্য মন্দিরের দ্বারোদ্ঘাটন করা হবে। রাম মন্দিরের দ্বারোদ্ঘাটন হলেই যে অযোধ্যায় দেশি-বিদেশি ভক্তদের ঢল নামবে, তা বলার অপেক্ষা রাখে না। তাই ভক্তদের যাতায়াতের সুবিধার জন্য রাম মন্দিরের দ্বারোদ্ঘাটনের আগেই নতুন রূপে উন্মোচিত হতে চলেছে অযোধ্যা বিমানবন্দর।

Ayodhya Airport: অযোধ্যা বিমানবন্দরের উদ্বোধন কবে? জানাল যোগী সরকার
অযোধ্যা বিমানবন্দর।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 21, 2023 | 9:37 PM

অযোধ্যা: দীর্ঘ প্রতীক্ষিত অযোধ্যার রাম মন্দিরের দ্বারোদ্ঘাটন আগামী মাসেই। তার আগে চলতি মাসেই অযোধ্যা বিমানবন্দরের গেট খুলতে চলেছে। শুরু হতে চলেছে অযোধ্যা বিমানবন্দরের উড়ান পরিষেবা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতেই অযোধ্যা বিমানবন্দরের দ্বারোদ্ঘাটন হবে বলে আগেই জানা গিয়েছিল। এবার বিমানবন্দর উদ্বোধনের দিন জানাল যোগী সরকার।

চলতি মাসেই অযোধ্যা বিমানবন্দরের উদ্বোধন হতে চলেছে বলে আগেই জানা গিয়েছিল। বৃহস্পতিবার বিমানবন্দরের দ্বার উন্মোচনের দিন জানালেন উত্তর প্রদেশের পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী জাইভার সিং। তিনি বলেন, “আগামী ৩০ ডিসেম্বর, ২০২৩ অযোধ্যা বিমানবন্দরের উদ্বোধন হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমানবন্দরের দ্বারোদ্ঘাটন করবেন। আর ফড়ান পরিষেবা শুরু হবে আগামী ৫ জানুয়ারি, ২০২৪।”

আগামী ২২ জানুয়ারি, ২০২৪ তারিখে অযোধ্যা রাম মন্দিরে বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হবে এবং তার পরদিনই সর্বসাধারণের জন্য মন্দিরের দ্বারোদ্ঘাটন করা হবে। রাম মন্দিরের দ্বারোদ্ঘাটন হলেই যে অযোধ্যায় দেশি-বিদেশি ভক্তদের ঢল নামবে, তা বলার অপেক্ষা রাখে না। তাই ভক্তদের যাতায়াতের সুবিধার জন্যই রাম মন্দিরের দ্বারোদ্ঘাটনের আগেই নতুন রূপে উন্মোচিত হতে চলেছে অযোধ্যা বিমানবন্দর। জয়বীর সিং জানান, বিপুল সংখ্যক ভক্তদের অযোধ্যায় আসার ও থাকার সমস্ত ব্যবস্থা করা হয়েছে। ট্রেন সফর হলেও অতিরিক্ত ট্রেন চালানো হচ্ছে, থাকার বিশেষ ব্যবস্থা করা হচ্ছে এবং সমগ্র ব্যবস্থার উপর নজরদারি চালানো হচ্ছে।

গত ১৪ ডিসেম্বরই অযোধ্যা বিমানবন্দরের লাইসেন্স মিলেছে। বিমানবন্দরের উদ্বোধন চলতি মাসের শেষে হলেও উড়ান পরিষেবা শুরু হবে ৫ জানুয়ারি, ২০২৪। ইন্ডিগো এয়ারলাইন্স প্রথম উড়ান পরিষেবা শুরু করবে।