রোড ট্রিপে অন্ধের মতো গুগল ম্যাপে ভরসা, চারচাকা গিয়ে থামল মাঝ নদীতে!
Google Map: চালক গুগল ম্যাপ অনুসরণ করতে গিয়েই রাস্তার বদলে নদীতে গাড়ি নামিয়ে দেন। হঠাৎ জল বাড়তে শুরু করায় বুঝতে পারেন যে মহা বিপদ ঘটেছে। কিন্তু তখন দরজা খোলার উপায় নেই। গাড়ি থেকেই চিৎকার করতে শুরু করেন যাত্রীরা।
তিরুবনন্তপুরম: বন্ধুরা মিলে রোড ট্রিপে বেরিয়েছেন। কিন্তু রাস্তা তো চেনা নেই, অগ্যতা ভরসা সেই গুগল ম্যাপ। অন্ধের মতো গুগল ম্যাপ অনুসরণ করতে গিয়েই ভয়ঙ্কর পরিণতি হল। রাস্তা ছেড়ে গাড়ি নেমে গেল নদীতে! কপাল জোরে ওই চত্বরেই পুলিশ পেট্রোলিং করায়, কোনওমতে প্রাণ বাঁচল গাড়ির যাত্রীদের।
ঘটনাটি ঘটেছে কেরলের কোট্টায়াম জেলায়। হায়দরাবাদ থেকে একদল পর্যটক কেরলে ঘুরতে গিয়েছিলেন। শনিবার সকালে তিন যুবক ও এক যুবতী মিলে আলাপুজ্জায় যাচ্ছিলেন। রাস্তা চেনেন না যেহেতু, তাই ভরসা ছিল গুগল ম্যাপই। অন্ধের মতো সেই ম্যাপ অনুসরণ করতে গিয়েই কুরুপ্পানথারা এলাকার এক নদীর মধ্যে গাড়ি নামিয়ে দেন।
কেরলে ইতিমধ্যেই বর্ষা শুরু হওয়ায়, টানা বৃষ্টি হচ্ছে। রাস্তায় জল জমে যাওয়ায়, কোনটা রাস্তা, কোনটা নদী-কিছুই বোঝা যাচ্ছিল না। চালক গুগল ম্যাপ অনুসরণ করতে গিয়েই রাস্তার বদলে নদীতে গাড়ি নামিয়ে দেন। হঠাৎ জল বাড়তে শুরু করায় বুঝতে পারেন যে মহা বিপদ ঘটেছে। কিন্তু তখন দরজা খোলার উপায় নেই। গাড়ি থেকেই চিৎকার করতে শুরু করেন যাত্রীরা।
ভাগ্যক্রমে ওই সময় স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। সামনেই পুলিশও পেট্রোলিং করছিল। তারাই তৎপরতার সঙ্গে গাড়িটিকে উদ্ধার করেন। যাত্রীরা সকলে সুরক্ষিত রয়েছেন বলে জানা গিয়েছে।
কয়েক মাস আগেই তামিলনাড়ুতেও প্রায় একই ঘটনা ঘটেছিল। গুগল ম্যাপ অনুসরণ করে একটি গাড়ি সিড়ির মাঝখানে আটকে যায়।
তার আগে, গত বছর কেরলে দুই চিকিৎসকের নদীতে ডুবে মৃত্যু হয়। তারাও গুগল ম্যাপ অনুসরণ করেই গাড়ি নিয়ে নদীতে পড়েছিলেন।