তীব্র ঝাঁকুনি, ট্রেনের কামরা পিছনে ফেলে একাই ছুটল ইঞ্জিন! হাঁ করে বসে রইলেন যাত্রীরা

Train Accident: ইঞ্জিন ছাড়াই ট্রেনের কামরা দাঁড়িয়ে থাকার খবর পেয়ে রেল কর্তৃপক্ষের তরফে শোরনূর স্টেশন থেকে টেকনিশিয়ান পাঠানো হয়। বেশ কিছুক্ষণের চেষ্টায় ইঞ্জিনের সঙ্গে ফের ট্রেনের বাকি অংশ জোড়া হয়।  

তীব্র ঝাঁকুনি, ট্রেনের কামরা পিছনে ফেলে একাই ছুটল ইঞ্জিন! হাঁ করে বসে রইলেন যাত্রীরা
ট্রেন থেকে আলাদা হয়ে গিয়েছে ইঞ্জিন।Image Credit source: Twitter
Follow Us:
| Updated on: Jun 29, 2024 | 9:32 AM

তিরুবনন্তপুরম: ট্রেন ছুটছে, হঠাৎ একটা ঝটকা। দেখা গেল, ধীর হচ্ছে ট্রেনের গতি। এই করতে করতে থেমেই গেল ট্রেন। দরজা দিয়ে উকি মারতেই দেখা গেল, কোথায় ইঞ্জিন? ট্রেন ফেলে রেখে চলে গিয়েছে ইঞ্জিন। গোটা ঘটনায় স্তম্ভিত ট্রেনের যাত্রীরা।

শুক্রবার ঘটনাটি ঘটেছে কেরলের ত্রিশূরে। এরনাকুলাম-টাটানগর এক্সপ্রেসের ইঞ্জিন বিচ্ছিন্ন হয়ে যায় কামরা থেকে। জানা গিয়েছে, সকাল ১০টা নাগাদ ত্রিশূর জেলার ভাল্লাথল নগরের কাছে এরনাকুলাম-টাটানগর এক্সপ্রেসের ইঞ্জিন বিচ্ছিন্ন হয়ে যায়। রেল সূত্রে খবর, ইঞ্জিনের সঙ্গে কামরার যে লক বা কাপলিং থাকে, তা খুলে যায়।

ইঞ্জিন ছাড়াই ট্রেনের কামরা দাঁড়িয়ে থাকার খবর পেয়ে রেল কর্তৃপক্ষের তরফে শোরনূর স্টেশন থেকে টেকনিশিয়ান পাঠানো হয়। বেশ কিছুক্ষণের চেষ্টায় ইঞ্জিনের সঙ্গে ফের ট্রেনের বাকি অংশ জোড়া হয়।

জানা গিয়েছে, ট্রেনের গতি কম থাকায় ইঞ্জিন আলাদা হয়ে গেলেও, বড় কোনও দুর্ঘটনা বা ক্ষতি হয়নি। কোনও যাত্রীও গুরুতর আহত হননি।

রেলের তরফে জানানো হয়েছে, কীভাবে ইঞ্জিন আলাদা হয়ে গেল ট্রেন থেকে, তা খতিয়ে দেখার জন্য তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।