Tripura: মসজিদ ভাঙচুরের ভুয়ো ছবি ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়, কড়া ব্যবস্থার হুঁশিয়ারি ত্রিপুরা পুলিশের

Tripura Violence: পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন, বিগত ২৪ ঘণ্টায় নতুন করে কোনও অশান্তির খবর মেলেনি। প্রতিটি মসজিদে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

Tripura: মসজিদ ভাঙচুরের ভুয়ো ছবি ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়, কড়া ব্যবস্থার হুঁশিয়ারি ত্রিপুরা পুলিশের
ছবি:ANI
Follow Us:
| Edited By: | Updated on: Oct 28, 2021 | 10:52 AM

আগরতলা: বাংলাদেশের হিংসার (Bangladesh Violence) ঘটনার প্রতিবাদেই মঙ্গলবার ত্রিপুরা(Tripura)-এ মিছিল বের করেছিল বিশ্ব হিন্দু পরিষদ (Viswa Hindu Parishad)। তাদের মিছিল ঘিরেই ছড়িয়েছিল অশান্তির আঁচ। এবার সেই ঘটনাকে কেন্দ্র করেই সোশ্যাল মিডিয়া (Social Media) জুড়ে ছড়িয়ে পড়ছে ভুয়ো ছবি (Fake Picture)। ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টায় মসজিদ ভাঙচুর ও জ্বালিয়ে দেওয়ার ছবি পোস্ট করা হচ্ছে ভুয়ো অ্যাকাউন্ট থেকে, এমনটাই জানাল ত্রিপুরা পুলিশ (Tripura Police)।

দুর্গাপুজোয় বাংলাদেশে যে হিংসার ঘটনা ঘটেছে, তার প্রতিবাদেই মভ্গলবার উত্তর ত্রিপুরায় প্রতিবাদ মিছিল বের করেছিল বিশ্ব হিন্দু পরিষদ। সেই মিছিল চলাকালীনই আচমকা হিংসা ছড়ায়। চামটিলা এলাকায় বেশ কয়েকটি দোকান ও একটি মসজিদে পাথর ছোড়া ও পরে আগুন লাগিয়ে দেওয়ার খবর মেলে। অশান্তির খবর পেয়েই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। নিয়ন্ত্রণে আনা হয় পরিস্থিতি। বুধবার পুলিশের তরফে জানানো হয়, বেশ কিছু দুষ্কৃতীই রাজ্যে অশান্তি ছড়াতে ওই মিছিলে ঢুকে পড়েছিল এবং তারা মসজিদে আগুন লাগিয়ে দেয়।

পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন, বিগত ২৪ ঘণ্টায় নতুন করে কোনও অশান্তির খবর মেলেনি। প্রতিটি মসজিদে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ত্রিপুরা পুলিশের তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, “কিছু স্বার্থান্বেষী মানুষ ত্রিপুরায় অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। রাজ্যের বাসিন্দাদের অনুরোধ করা হচ্ছে, সকলে যেন আইন শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করেন।”

পুলিশের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার পানিসাগরের হিংসার ঘটনা বলে যে ছবি ও ভিডিয়োগুলি দেখানো হচ্ছে, তা আদৌই সত্য নয়। কোনও মসজিদেই আগুন লাগানোর ঘটনা ঘটেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পানিসাগর ও ধর্মনগরে ১৪৪ ধারা জারিব করা হয়েছে। জেলার বাকি মসজিদগুলিতেও পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে। বর্তমানে উত্তর ত্রিপুরার পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে বলেই জানা গিয়েছে।

আরও পড়ুন: Road Accident: রিক্সার অপেক্ষায় রাস্তার ধারে বসেছিলেন তিন বান্ধবী, দ্রুতগতিতে ট্রাক এসে থেঁতলে দিল তিনজনকেই!