যোগী আদিত্যনাথ, হিমন্ত বিশ্ব শর্মা থেকে মল্লিকার্জুন খাড়্গে, কেজরীবাল-WITT-তে বক্তব্য রাখবেন বিরোধীরাও
What India Thinks Today: TV9 নেটওয়ার্কের 'হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে' সম্মেলনের তৃতীয়দিনে, ২৭ ফেব্রুয়ারি বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতারা বক্তব্য রাখবেন। এই সম্মেলনে উপস্থিত থাকবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব ও এআইএমআইএম-র প্রধান আসাউদ্দিন ওয়াইসি।
নয়া দিল্লি: প্রথম সংস্করণের সাফল্যের পর ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’র দ্বিতীয় সংস্করণের আয়োজন করেছে দেশের এক নম্বর নিউজ নেটওয়ার্ক TV9। আগামী ২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি দিল্লিতে অনুষ্ঠিত হবে এই সম্মেলন। এই অনুষ্ঠানের প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাজির থাকবেন অন্যান্য নেতা-মন্ত্রীরাও। তবে শুধুমাত্র শাসক দলেরই নয়, বিরোধী দলের একাধিক নেতারাও উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে, রাখবেন নিজেদের বক্তব্য।
TV9 নেটওয়ার্কের ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’ সম্মেলনের তৃতীয়দিনে, ২৭ ফেব্রুয়ারি বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতারা বক্তব্য রাখবেন। এই সম্মেলনে উপস্থিত থাকবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব ও এআইএমআইএম-র প্রধান আসাউদ্দিন ওয়াইসি। অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব সহ বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও আসবেন।
এই সম্মেলনে মিম প্রধান আসাউদ্দিন ওয়াইসি যেখানে ‘অল ইন্ডিয়া ভাইজান’ অধিবেশনে বক্তব্য রাখবেন, সেখানেই উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব ‘উত্তর প্রদেশ যার, দেশ তার’ অধিবেশনে নিজের মতামত রাখবেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে বক্তব্য রাখবেন ‘ইন্ডিয়া কা অর্জুন’ বিষয়ে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল ‘সাব বাঁটে হুয়ে হ্যায় জি’ অধিবেশনে তাঁর মতামত রাখবেন। পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বক্তব্য রাখবেন ‘আপ কা মান’ বিষয়ে।
আগামী ২৭ ফেব্রুয়ারি, ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’র সত্তা সম্মেলন শুরু হবে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বক্তব্য দিয়ে, সেখানে তিনি ‘নতুন ভারতের সাহসিকতার গল্প’ বর্ণনা করবেন। ‘ব্যাকস্টেজ হিরো’ বা ‘নেপথ্য নায়ক’ নিয়ে বক্তব্য রাখবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কংগ্রেস নেতা পবন খেড়া ও বিজেপির মুখপাত্র সুধাংশু ত্রিবেদী অংশ নেবেন ‘২০২৪ সালে ক্ষমতা কার?’ অনুষ্ঠানে। ‘গ্লোবাল স্বামী’ অধিবেশন বক্তব্য রাখবেন যোগগুরু স্বামী রামদেব। জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা ‘জম্মু ও কাশ্মীরের নতুন গল্প’ সম্পর্কে বলবেন। কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব বক্তব্য রাখবেন ‘অবকি বার, ৪০০ পার’ অধিবেশনে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বক্তব্য রাখবেন ‘হিন্দুদের হিন্দুস্তান’ অধিবেশনে।
TV9 নেটওয়ার্কের এই জমকালো অনুষ্ঠানে অংশ নেবেন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও। ‘উত্তর প্রদেশে ৮০ আসনের গ্যারান্টি’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য রাখবেন উত্তর প্রদেশের মুখ্য়মন্ত্রী যোগী আদিত্যনাথ, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। “এক দেশ, এক বিধান, নয়া হিন্দুস্তান” শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য রাখবেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। এছাড়া মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব, ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই ও হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর “নতুন ভারতের গ্যারান্টি” শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য রাখবেন।