Bengaluru: বিবস্ত্র হয়ে বাড়ি থেকে বেরিয়ে থানায় ছুট দুই মহিলার, পুলিশের বিরুদ্ধে উঠল মারাত্মক অভিযোগ
Bengaluru: থানায় দায়ের হওয়া অভিযোগ থেকে জানা গিয়েছে, নির্যাতিতা ২ মহিলার একজন সন্তানের শিক্ষার কারণে ৩০ শতাংশ সুদের বিনিময়ে রামকৃষ্ণের থেকে ১ লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন।
বেঙ্গালুরু: বেঙ্গালুরুতে (Bengaluru) এমন এক ঘটনা ঘটেছে যা শুনে মাথা হেঁট হয়ে যাওয়া জোগাড়। এডুকেশন লোন (Education Loan) দিতে না পাড়ার কারণে গোটা দুই বোনকে তাদের বাড়িতেই নগ্ন করে হেনস্থা করা হয়েছে। এই নারকীয় ঘটনার পর পুলিশের দ্বারস্থ হলেও প্রাথমকিভাবে অভিযোগ নিতে অস্বীকার করে পুলিশ। পরে হেনস্থার ভিডিয়ো ভাইরাল হওয়ার পর, ২ দিন পরে অভিযোগ নয়ে পুলিশ। আনেকাল তালুকের ডডবমমাসান্দ্র এলাকায় এই ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় রামকৃষ্ণ রেড্ডি, সুনীল কুমার এবং ইন্দ্রম্মা নামে ৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
থানায় দায়ের হওয়া অভিযোগ থেকে জানা গিয়েছে, নির্যাতিতা ২ মহিলার একজন সন্তানের শিক্ষার কারণে ৩০ শতাংশ সুদের বিনিময়ে রামকৃষ্ণের থেকে ১ লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন। তাঁকে ঋণ নেওয়া টাকা ফেরত দিতে বলা হয়েছিল। গ্রামবাসীরা সালিশি সভার মাধ্যমে ঠিক করে দিয়েছিল যে জমি বিক্রি করে ঋণের টাকা শোধ করবে ওই পরিবার। কিন্তু তাসত্ত্বেও ওই ব্যক্তি বাড়িতে ঢুকে ওই দুই মহিলাকে বিবস্ত্র করে নির্যাতন করে। এই ঘটনার পর বিবস্ত্র অবস্থায় দু়’জন মিলে সরজাপুর থানা গিয়েছিলেন, কিন্তু থানার শীর্ষ পুলিশ আধিকারিক অভিযোগ নিতে অস্বীকার করেছিলেন।
অভিযোগ শুনে থানার ওসি অভিযুক্তের সঙ্গে কথা বলে বিষয়গুলি মিটিয়ে নেওয়ার কথা বলেছিলেন। কিন্তু বিবস্ত্র করে হেনস্থাও মারধরের ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছিল। ভিডিয়ো ভাইরাল হওয়ার পর পুলিশের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। এরপরই নির্যাতিতা দুই তরুণীকে থানায় ডেকে অভিযোগ নথিভুক্ত করতে বাধ্য হয় পুলিশ। ঘটনার তদন্ত চলছে, অভিযুক্তরা সকলেই পলাতক বলে জানিয়েছে পুলিশ।