Bridge Collapsed: বিহারে ফের নির্মীয়মাণ সেতু ভেঙে পড়ল নদীতে

Bihar Bridge: পটনা থেকে ৪০০ কিলোমিটার দূরে কিষাণগঞ্জ জেলায় নির্মীয়মাণ সেতুর পিলারের একটি অংশ ভেঙে পড়ে। NHAI-এর প্রজেক্ট ডিরেক্টর অরবিন্দ কুমার বলেন, "প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সেতুটির পিলার গাঁথাইয়ে শ্রমিকের ভুলের জন্যই দুর্ঘটনাটি ঘটেছে।"

Bridge Collapsed: বিহারে ফের নির্মীয়মাণ সেতু ভেঙে পড়ল নদীতে
বিহারে ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 24, 2023 | 7:46 PM

পটনা: এক মাসে দু-বার। ফের ভেঙে পড়ল নদীর উপর নির্মীয়মাণ সেতু (Bridge)। বিহারের (Bihar) খাগাড়িয়া জেলায় গঙ্গা নদীর উপর নির্মীয়মাণ সেতু ভেঙে পড়েছিল। সেই ঘটনার পর একমাসও পেরোয়নি। এর মধ্যে শনিবার দুপুরে কিষাণগঞ্জ জেলায় মেচি নদীর উপর নির্মীয়মাণ সেতুর পিলারের একটি অংশ ভেঙে পড়ে। যদিও হতাহতের কোনও ঘটনা ঘটেনি। তবে তিন সপ্তাহের মধ্যে দু-বার এই নির্মীয়মাণ সেতু ভেঙে পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই সেতুটি ভারতের জাতীয় সড়ক কর্তৃপক্ষ (NHAI)-এর অধীনে নির্মিত হচ্ছিল। ফলে সেতুটি কীভাবে ভেঙে পড়ল জানতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে NHAI।

NHAI সূত্রে জানা গিয়েছে, কিষাণগঞ্জ ও কাটিহার জেলাকে সংযুক্ত করতেই মেচি নদীর উপর NH-৩২৭E সেতু নির্মাণ করছে ভারতের জাতীয় সড়ক কর্তৃপক্ষ। এদিন দুপুরে রাজধানী পটনা থেকে ৪০০ কিলোমিটার দূরে কিষাণগঞ্জ জেলায় নির্মীয়মাণ সেতুর পিলারের একটি অংশ ভেঙে পড়ে। ঘটনার কথা জানিয়ে NHAI-এর প্রজেক্ট ডিরেক্টর অরবিন্দ কুমার বলেন, “প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সেতুটির পিলার গাঁথাইয়ে শ্রমিকের ভুলের জন্যই দুর্ঘটনাটি ঘটেছে। এই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে ঘটনার তদন্তে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৪ জুন গঙ্গা নদীর উপর নির্মীয়মাণ একটি সেতুর একাংশ ভেঙে পড়েছিল। খাগাড়িয়া জেলার সঙ্গে ভাগলপুর জেলার সংযোগ স্থাপন করতেই সেতুটি নির্মাণ করা হচ্ছিল। সেই সেতু ভেঙে পড়ার ঘটনাতেও হতাহতের কোনও খবর নেই। তবে ১,৭১৭ কোটি টাকা বরাদ্দের সেতুটি ভেঙে পড়ার কারণ জানতে তদন্তের নির্দেশ দেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

GHORER BIOSCOPE COUNTDOWN