Wedding Event: গরম পুরি পাননি, রেগে বিয়েবাড়িতেই পাথর ছুড়ল অনাহূতরা

Wedding Event: ঝাড়খণ্ডের এক বিয়েবাড়িতে বিনা নিমন্ত্রণেই ভোজ খেতে হাজির হন একদল যুবক। তারপর পাতে গরম পুরি না পেয়ে ক্ষেপে যান। বাইরে থেকে লোক এনে বিয়েবাড়ির ভিতরেই হুলস্থুল কাণ্ড ঘটায়।

Wedding Event: গরম পুরি পাননি, রেগে বিয়েবাড়িতেই পাথর ছুড়ল অনাহূতরা
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: May 05, 2023 | 5:01 PM

রাঁচি: ‘থ্রি ইডিয়টস’-র তিন বন্ধুর বিনা নিমন্ত্রণে বিয়েবাড়ি খাওয়ার দৃশ্য হয়ত সকলেরই মনে রয়েছে। নিজের প্রিন্সিপালের মেয়ের বিয়ের ভোজ খেতে গিয়েছিল তিন বন্ধু। তাও আবার বিনা নিমন্ত্রণে। এবার এরকমই বিনা নিমন্ত্রণে ভোজ খেতে গিয়ে ঝাড়খণ্ডের এক বিয়েবাড়িতে তুলকালাম কাণ্ড। গরম পুরি না মেলায় পাথর ছুড়ে হামলা অ-নিমন্ত্রিতদের। ঝাড়খণ্ডের গিরিধ গ্রামের পত্রোদির ঘটনা।

পত্রোদিতে গত মঙ্গলবার শঙ্কর যাদবের বাড়িতে বিয়ের অনুষ্ঠান হচ্ছিল। বিনা নিমন্ত্রণে একদল যুবক ওই বিবাহ অনুষ্ঠানে ঢুকে পড়ে। উদ্দেশ্য অবশ্যই পেট পুজো। এদিকে যে কারণে বিয়েবাড়িতে ঢোকা সেই উদ্দেশ্যেই বাধ সাধল ঠান্ডা পুরি। পাতে পেলেন না গরম পুরি। রাত ২ টো নাগাদ গরম গরম পুরি চান এক ব্যক্তি। তবে ক্যাটারারের তরফে গরম পুরি দিতে অস্বীকার করা হয়। তারপরই শুরু হয় হই-হট্টগোল। বাইরে থেকে লোক এনে বিয়েবাড়িতেই ঝামেলা শুরু করেন ওই ব্যক্তি। বন্দুক উচিয়ে, পাথর ছুড়ে চলে তাণ্ডব। এতে তিন থেকে চারজন আহতও হয়।

এদিকে অবস্থা বেগতিক দেখে পুলিশকে খবর দেন শঙ্কর যাদবের বাড়ির লোক। ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে আনার চেষ্টা করে। এই গোটা হই-হট্টগোলের পিছনে থাকা মূল ব্যক্তিকে আটক করে পুলিশ। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত করছে পুলিশ।