Minor Abuse: দাদু বলে ডাকত, সেই ৮৩ বছরের বৃদ্ধই নাবালিকা নাতনিকে ধর্ষণে অভিযুক্ত!
Salem: জানা গিয়েছে, তামিলনাড়ুর সালেম শহরের বাসন্দা ৮৩ বছরের ওই বৃদ্ধ। তাঁর বাড়ির কাছেই থাকত ওই নাবালিকা। নির্যাতিতা দাদু বলে ডাকত অভিযুক্তকে। প্রায়শই তাঁর বাড়িও যেত। মঙ্গলবার সন্ধ্যাতেই ওই নাবালিকা গিয়েছিল অভিযুক্তের বাড়িতে। সে সময়ই নাবালিকাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।
সালেম: জীবনের সায়াহ্নে পৌঁছে গিয়েছেন। বয়স হয়েছে ৮৩। কিন্তু এই বয়সেও এসে যৌন লালসা এতটুকু কমেনি। ৮৩ বছর বৃদ্ধের লালসার শিকার হয়েছেন এক নাবালিকা। ওই বৃদ্ধের বিরুদ্ধে ১১ বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর সালেম শহরে। নির্যাতিতা নাবালিকার পরিবারের লোকেদের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সালেমের ওই এলাকায়। জীবনের সায়াহ্নে পৌঁছে যাওয়া ওই বৃদ্ধ নিজের নাতনির বয়সী মেয়ের উপর যৌন নির্যাতন চালিয়েছেন, তা ভেবেই অবাক হচ্ছেন স্থানীয়রা।
জানা গিয়েছে, তামিলনাড়ুর সালেম শহরের বাসন্দা ৮৩ বছরের ওই বৃদ্ধ। তাঁর বাড়ির কাছেই থাকত ওই নাবালিকা। নির্যাতিতা দাদু বলে ডাকত অভিযুক্তকে। প্রায়শই তাঁর বাড়িও যেত। মঙ্গলবার সন্ধ্যাতেই ওই নাবালিকা গিয়েছিল অভিযুক্তের বাড়িতে। সে সময়ই নাবালিকাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। বাড়ি ফিরে দাদুর কীর্তির কথা বাবা-মাকে জানায় নির্যাতিতা। এরপর থানায় অভিযোগ দায়ের হয়। এবং অভিযুক্ত বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনা নিয়ে এক পুলিশ অফিসার বলেছেন, “নির্যাতিতা অভিযুক্তের বাড়িতে গিয়েছিল। সে সময় তাকে যৌন হেনস্থার শিকার হতে হয়। বাড়িতে এসে নাবালিকা ঘটনার কথা জানায় পরিবারের লোকেদজের। এর পর তাঁরা অভিযোগ দায়ের করেন। আমরা অভিযুক্তকে গ্রেফতার করেছি। অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে।” অভিযুক্তেক আদালতে তুলেছিল পুলিশ। বিচারক তাঁর জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।