Cash Recovered: নির্বাচনের আগে কর্নাটকের কেজিএফ থেকে উদ্ধার ৪.৫ কোটি টাকা
Cash Recovered: কিছুদিন বাদেই কর্নাটকে বিধানসভা নির্বাচন। গত ২৯ মার্চ থেকেই সেখানে নির্বাচনী আচরণবিধি কার্যকর হয়ে গিয়েছে। এই আবহেই ৪.৫ কোটি টাকা উদ্ধার হয়েছে।
বেঙ্গালুরু: কর্নাটকে দরজায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। আর মাত্র কয়েকদিন বাকি। আগামী ১০ মে এই দক্ষিণী রাজ্যে ভোটগ্রহণ পর্ব অনুষ্ঠিত হতে চলেছে। ফলে ইতিমধ্যেই রাজ্যে নির্বাচনী আচরণবিধি কার্যকর হয়ে গিয়েছে। আর এই ভোটের আবহেই কর্নাটকের এক প্রাসাদে পুলিশি অভিযানে উদ্ধার হল ৪.৫ কোটি টাকা।
পুলিশের কাছে খবর আসে, কর্নাটকের কোল্লার গোল্ড ফিল্ডের (KGF) বানরপেট তালুকে একটি বাড়িতে অনেক টাকা রয়েছে। এই খবর পাওয়া মাত্রই ওই বাড়িতে তল্লাশি চালায় নির্বাচনী পর্যবেক্ষক ও কর্নাটক পুলিশের একটি দল। তারপর ওই বাড়ি থেকে এবং বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা একটি গাড়ি থেকে বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া অর্থের পরিমাণ প্রায় ৪.৫ কোটি টাকা। এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। তবে টাকা উদ্ধার নিয়ে দায়ের হয়েছে মামলা।
পুলিশ জানিয়েছে, ওই বাড়িটি রমেশ যাদব নামের এক ব্যক্তিকে দু’বছরের জন্য ভাড়া দেওয়া হয়েছিল। এদিকে তল্লাশি অভিযানের সময় দরজা ভেঙেই বাড়ির ভিতরে প্রবেশ করতে হয়েছিল। এই পুলিশি অভিযানের সময় বাড়িতে কেউ ছিলেন না। একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, পুলিশের দল ও অন্য আধিকারিকরা দাঁড়িয়ে থাকা গাড়িতে তল্লাশি চালাচ্ছে। এদিকে এই তল্লাশি অভিযানে পুলিশের সঙ্গে ছিল নির্বাচনী পর্যবেক্ষকের একটি দলও। গত ২৯ মার্চ থেকেই রাজ্যে নির্বাচনী আচরণবিধি কার্যকর হয়েছে। আগামী ১০ মে সেই রাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। আর ফলাফল ঘোষিত হবে ১৩ মে।