Extra Marital Affair: বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহ! স্ত্রীর সহকর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

Murder Case: জানা গিয়েছে, মৃত স্কুল শিক্ষকের নাম বীরেন্দর (৩৫)। বীরেন্দরকে খুনের অভিযোগ উঠেছে সোনু (৩৩) নামে ব্যক্তির বিরুদ্ধে। সোনুর স্ত্রী বীরেন্দর সঙ্গে একটি বেসরকারি স্কুলে কাজ করতেন। সোনুর সন্দেহ ছিল, বীরেন্দরের সঙ্গে তাঁর স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে।

Extra Marital Affair: বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহ! স্ত্রীর সহকর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: May 05, 2023 | 5:12 PM

নয়াদিল্লি: স্কুলে চাকরি করতেন স্ত্রী। নিয়মিত যেতেন স্কুলে। স্কুলের শিক্ষকদের সঙ্গে গল্পও করতেন। তা নিয়েই সন্দেহ তৈরি হয়েছিল স্বামীর মনে। স্বামী ভাবতেন, স্কুলের এক সহকর্মীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে তাঁর স্ত্রীর। এ নিয়ে অশান্তি লেগেই থাকত ওই দম্পতির মধ্যে। আর সেই সন্দেহের বশে স্ত্রীর সহকর্মীকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ছুরি দিয়ে খুন করা হয়েছে ওই ব্যক্তিকে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পূর্ব দিল্লির গোবিন্দপুরী এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তি গোবিন্দপুরী এলাকার একটি বেসরকারি স্কুলের শিক্ষক। মৃতের সঙ্গে একই স্কুলে কাজ করতেন খুনে অভিযুক্তের স্ত্রী। তিনি ওই স্কুলে সহায়িকার কাজ করতেন। ওই স্কুলের গাড়ি চালাতেন খুনে অভিযুক্ত ব্যক্তি।

জানা গিয়েছে, মৃত স্কুল শিক্ষকের নাম বীরেন্দর (৩৫)। বীরেন্দরকে খুনের অভিযোগ উঠেছে সোনু (৩৩) নামে ব্যক্তির বিরুদ্ধে। সোনুর স্ত্রী বীরেন্দর সঙ্গে একটি বেসরকারি স্কুলে কাজ করতেন। সোনুর সন্দেহ ছিল, বীরেন্দরের সঙ্গে তাঁর স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। সেই সন্দেহেই সোনু ছুরি দিয়ে মেরে খুন করেন বলে অভিযোগ।

ঘটনা নিয়ে দক্ষিণ-পূর্ব দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার বলেছেন, “ বৃহস্পতিবার আমাদের কাছে ফোন আসে বেসরকারি স্কুলের এক শিক্ষককে ছুরি দিয়ে মারা হয়েছে। আমরা ঘটনাস্থলে গিয়ে আহতকে হাসপাতালে নিয়ে যাই। সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়। যে ছুরি দিয়ে হত্যা করা হয়েছে তা এখনও উদ্ধার হয়নি। অভিযুক্তের সন্দেহ ছিল তাঁর স্ত্রীর সঙ্গে মৃতের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। তার জেরেই খুন।” অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।