অক্সিজেনের ঘাটতি সামলাতে এপ্রিলের শুরুতেই বড় পদক্ষেপ করেছে কেন্দ্র

দেশের কোণায় কোণায় অক্সিজেন পৌঁছে দিতে মাঠে নেমেছে সেনাও।

অক্সিজেনের ঘাটতি সামলাতে এপ্রিলের শুরুতেই বড় পদক্ষেপ করেছে কেন্দ্র
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Apr 24, 2021 | 6:40 PM

নয়া দিল্লি: দেশে অক্সিজেনের বিপুল ঘাটতি। একাধিক হাসপাতালে অক্সিজেনের অভাবে প্রাণ হারাচ্ছেন করোনা (COVID) আক্রান্তরা। দেশের এই অক্সিজেনের ঘাটতির জন্য সমালোচনার মুখে পড়তে হচ্ছে কেন্দ্রের শাসক দলকে। কিন্তু ঘাটতির কথা আগেই আন্দাজ করে পদক্ষেপ করেছে কেন্দ্রীয় সরকার। বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি, এপ্রিল মাসের শুরুতেই অক্সিজেন ঘাটতির আশঙ্কা করে নির্মাতাদের সঙ্গে বৈঠকে বসেছিল কেন্দ্র।

৬ এপ্রিল ডিপার্টমেন্ট ফর প্রোমশান অব ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড একটি মিটিংয়ের আয়োজন করেছিল। যেখানে ছিল অল ইন্ডিয়া ইন্ডাস্ট্রিয়াল গ্যাসেস ম্যানুফেকচার অ্যাসোসিয়েশন ও ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া। বাণিজ্যমন্ত্রী পীযুষ গোয়েলের নেতৃত্বে সেখানে স্থির হয়েছিল অক্সিজেনের বাণিজ্যিক উৎপাদনকারী সংস্থাগুলিকে আবেদন করার ২৪ ঘণ্টার মধ্যেই তারা চিকিৎসার অক্সিজেন উৎপাদন শুরু করবে।

এরপর ৭ এপ্রিল ব্যবসায়িক অক্সিজেন উৎপাদনকারী সংস্থাগুলিকে চিকিৎসার জন্য অক্সিজেন উৎপাদনের আবেদন করে কেন্দ্র। আবেদনে বলা হয় চিঠি পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই জন্য নির্মাতারা চিকিৎসার অক্সিজেন উৎপাদন শুরু করে। সেই চিঠি পৌঁছয় প্রত্যেক রাজ্যের ড্রাগ কন্ট্রোলারের কাছেও। এরপর বিভিন্ন রাজ্যেই অক্সিজেনের জোগান বৃদ্ধি পায়। কিন্তু সংক্রমণের দ্রুত বৃদ্ধির ফলে ব্যাপক অক্সিজেনের চাহিদা সম্পূর্ণ করা যাচ্ছে না।

পাশাপাশি অক্সিজেনের চাহিদা মেটাতে এখন ‘অক্সিজেন এক্সপ্রেস’ চালাচ্ছে রেল মন্ত্রক। দেশের কোণায় কোণায় অক্সিজেন পৌঁছে দিতে মাঠে নেমেছে সেনাও। কিন্তু এত কিছুর পরেও অক্সিজেনের জোগান দিতে হিমশিম খাচ্ছে কেন্দ্র। দিল্লিতেই শুক্রবার রাতে অক্সিজেনের অভাবে ২৫ জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন। পঞ্জাবে শনিবার প্রাণ হারিয়েছেন ৬ জন রোগী।

উল্লেখ্য, দেশে এ পর্যন্ত মোট করোনা প্রতিষেধক পেয়েছেন ১৩ কোটি ৮৩ লক্ষ ৭৯ হাজার ৮৩২ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৪৬ হাজার ৭৮৬ জন। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ কোটি ৬৬ লক্ষ ১০ হাজার ৪৮১-তে। দেশে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ২৫ লক্ষ ৫২ হাজার ৯৪০। আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃতের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ২,৬২৪ জনের। এই নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৮৯ হাজার ৫৪৪-এ।

আরও পড়ুন: ‘ভুল তুলনা হচ্ছে’, করোনা টিকার দাম নিয়ে এ বার মুখ খুলল সেরাম