Special Train: এই বিশেষ উৎসবের জন্য স্পেশাল ট্রেন চালাবে রেল, ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রীর

স্পেশাল ট্রেন চলার খবরটি জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি জানান, নরেন্দ্র মোদীর সরকার আদিবাসী সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষা ও সংরক্ষণ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আদিবাসী সম্প্রদায়ের কল্যাণে অবিরাম কাজ করছেন প্রধানমন্ত্রী মোদী। মেদারম জাতারা পরিচালনার জন্য মোদী সরকার ৩ কোটি টাকা দেবে বলে এর আগে ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী।

Special Train: এই বিশেষ উৎসবের জন্য স্পেশাল ট্রেন চালাবে রেল, ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রীর
কেন্দ্রীয় মন্ত্রী জি. কিষাণ রেড্ডি।
Follow Us:
| Updated on: Feb 17, 2024 | 6:15 PM

সেকেন্দ্রাবাদ: দেশের অন্যতম বড় আদিবাসী উৎসব হল মেদারাম সমক্কা-সরক্কা জাতারা। তেলঙ্গনার মুলুগু জেলার এই উৎসব এবছর ফের বড় উৎসবের আকার নিতে চলেছে। বলা যায়, দেশের সবচেয়ে বড় আদিবাসী মেলা হতে চলেছে এটা। স্বাভাবিকভাবেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অগুনতি মানুষ এই মেলায় আসবেন। তাঁদের যাতায়াতে যাতে কোনও সমস্যা না হয়, সেজন্য বিশেষ উদ্যোগ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। চালু হচ্ছে স্পেশাল ট্রেন (Special Train)। ভক্তদের যাতায়াতের সুবিধার জন্যই স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি (G. Kishan Reddy)।

কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি জানান, ২১ ফেব্রুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত ৪ দিন সমক্কা-সরক্কা মেদারাম জাতারার জন্য স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। মূলত, নিজামাবাদ-ওয়ারাঙ্গাল এবং সেকেন্দ্রাবাদের মধ্যে চলবে এই স্পেশাল ট্রেন। এই ট্রেন কামরেড্ডি, আকানাপেত, মালকাগুড়ি, পিন্দিয়াল-সহ তেলঙ্গনার বিভিন্ন জেলার উপর দিয়ে যাবে। কোন ট্রেন কোন স্টেশনের উপর দিয়ে যাবে, তার তালিকাও প্রকাশ করেছে রেল।

স্পেশাল ট্রেন চলার খবরটি জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি জানান, নরেন্দ্র মোদীর সরকার আদিবাসী সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষা ও সংরক্ষণ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আদিবাসী সম্প্রদায়ের কল্যাণে অবিরাম কাজ করছেন প্রধানমন্ত্রী মোদী। মেদারম জাতারা পরিচালনার জন্য মোদী সরকার ৩ কোটি টাকা দেবে বলে এর আগে ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী।

প্রসঙ্গত, তেলেঙ্গনার আদিবাসী অধ্যুষিত জেলা মুলুগুর একটি ছোট গ্রাম হল মেদারাম। এখানে দেশের বৃহত্তম আদিবাসী মেলার আয়োজন করা হয়, যাকে সামাক্কা-সারাক্কা জাতারা বলা হয়। মূলত, ১২-র শতকে মা-মেয়ে সামাক্কা এবং সরলাম্মার নেতৃত্বে আদিবাসী বিদ্রোহের স্মৃতি চারণা করে এবং সামাক্কা ও সরলাম্মাকে শ্রদ্ধা জানাতেই প্রতি বিছর এই উৎসবের আয়োজন করা হয়।