Bullet Train in India: শুধু রকেটের গতিই নয়, বুলেট ট্রেনে থাকবে এই অত্যাধুনিক প্রযুক্তি, বড় আপডেট দিলেন রেলমন্ত্রী

Ashwini Vaishnaw: শুধু তো দ্রুতগতিই নয়, ট্রেনে যাত্রী সুরক্ষাও প্রয়োজন। যাত্রীদের সুবিধা ও সুরক্ষাকে বিশেষ গুরুত্ব দেয় ভারতীয় রেল। বুলেট ট্রেনও যাতে সুরক্ষিতভাবে চলতে পারে, তার জন্য তৈরি করা হয়েছে অটোমেটেড রেইনফল মনিটরিং সিস্টেম।

Bullet Train in India: শুধু রকেটের গতিই নয়, বুলেট ট্রেনে থাকবে এই অত্যাধুনিক প্রযুক্তি, বড় আপডেট দিলেন রেলমন্ত্রী
ফাইল চিত্রImage Credit source: Pixabay
Follow Us:
| Updated on: Jun 15, 2024 | 6:55 AM

নয়া দিল্লি: আর মাত্র কয়েকটা বছরের অপেক্ষা। তারপরই চিন, জাপানকে টেক্কা দিয়ে ভারতেও ছুটবে বুলেট ট্রেন। ইতিমধ্যেই জমি অধিগ্রহণ শেষ হয়ে গিয়েছে। বুলেট ট্রেনের ট্রাক বা লাইন পাতার কাজ চলছে। আগামী ২০২৬ সালের মধ্য়েই দেশে ছুটবে বুলেট ট্রেন, এমনটাই প্রতিশ্রুতি দিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এবার তিনিই বুলেট ট্রেন সম্পর্কে আরও এক বড় আপডেট দিলেন।

শুধু তো দ্রুতগতিই নয়, ট্রেনে যাত্রী সুরক্ষাও প্রয়োজন। যাত্রীদের সুবিধা ও সুরক্ষাকে বিশেষ গুরুত্ব দেয় ভারতীয় রেল। বুলেট ট্রেনও যাতে সুরক্ষিতভাবে চলতে পারে, তার জন্য তৈরি করা হয়েছে অটোমেটেড রেইনফল মনিটরিং সিস্টেম। রেলমন্ত্রী অশ্বিনী কুমার শুক্রবারই এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই কথা জানান।

কী কাজ করবে এই রেইনফল মনিটরিং সিস্টেম?

রেলমন্ত্রী জানিয়েছেন, এই সিস্টেমে রেইনগজ ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে বৃষ্টিপাতের প্রতি মুহূর্তের তথ্য পাওয়া যাবে। রয়েছে অ্যাডভান্সড ইন্সট্রুমেনটেশন সিস্টেমও। যদি অতিরিক্ত বৃষ্টিপাত হয়, তবে সেই অনুযায়ী বুলেট ট্রেনের গতি কমানো হবে। থাকবে ট্রাক মেইনটেন্যান্স সেন্টারও।

বুলেট ট্রেনের গতি-

প্রসঙ্গত, আগামী ২০২৬ সালের মধ্যেই ভারতে বুলেট ট্রেন চালু হওয়ার কথা। জাপানের সঙ্গে চুক্তি করে বুলেট ট্রেনের কাজ চলছে। প্রথম বুলেট ট্রেনটি মুম্বই-আহমেদাবাদ রুটে চলবে। ৫০৮ কিলোমিটার দূরত্বের ওই রুটে বুলেট ট্রেনের সর্বোচ্চ গতি হবে ৩২০ কিলোমিটার/প্রতি ঘণ্টায়। যাত্রাপথে মোট ১২টি স্টেশন থাকবে।