করোনার কারণে এ বছরও পিছিয়ে গেল ইউপিএসসি পরীক্ষা
ভারতীয় আমলাতান্ত্রিক ব্যবস্থাই বস্তুত দাঁড়িয়ে রয়েছে এই পরীক্ষার উপর। তবে সেই পরীক্ষাও পিছিয়ে দিতে হচ্ছে করোনার কোপে।
নয়া দিল্লি: অতিমারির দ্বিতীয় ঢেউয়ের কারণে বিপর্যস্ত পরিস্থিতি শিক্ষাক্ষেত্রে। পিছিয়ে গিয়েছে বহু গুরুত্বপূর্ণ পরীক্ষা। এ বার পিছিয়ে দিতে হল সর্বভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষা ইপিএসসিও। সর্বভারতীয় এই পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষা আগামী ২৭ জুন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে দেড় মাস বাকি থাকতেই তা পিছিয়ে দেওয়া হল। বৃহস্পতিবার জানানো হয়েছে, ২৭ জুনের তারিখ পিছিয়ে আপাতত তা ১০ অক্টোবর করে দেওয়া হয়েছে।
আইএএস, আইএফএস, এবং আইপিএস, মূলত এই তিন পেশায় নিয়োগের জন্য নেওয়া হয় ইউপিএসসি পরীক্ষা। ভারতে চাকরি-সহ প্রতিযোগিতামূলক যত ধরনের পরীক্ষা হয়, তার মধ্যে এই ইউপিএসসি-কেই সবচেয়ে কঠিন বলে গণ্য হয়। ভারতীয় আমলাতান্ত্রিক ব্যবস্থাই বস্তুত দাঁড়িয়ে রয়েছে এই পরীক্ষার উপর। তবে সেই পরীক্ষাও পিছিয়ে দিতে হচ্ছে করোনার কোপে। গত বছরও একই ভাবে পিছিয়ে দিতে হয়েছিল। ৩১ মে থেকে পিছিয়ে তা ৪ অক্টোবর করে দিতে হয়। যদিও গতবারের দু-রাউন্ড পরীক্ষা (প্রিলিমিনারি ও মেইনস) হয়ে গেলেও করোনার কারণে ইন্টারভিউ এখনও শুরুই করা যায়নি। এর মধ্যে নতুন করে পিছিয়ে গেল এ বছরেরও পরীক্ষা।
Union Public Service Commission postpones the Civil Services (Preliminary) Examination 2021 to 10th October 2021
The examination was scheduled to be held on 27th June pic.twitter.com/h8v9k8zieo
— ANI (@ANI) May 13, 2021
অন্যদিকে, দেশের সার্বিক করোনা পরিস্থিতি এখনও উদ্বেগজনক অবস্থায়। একদিন আক্রান্তের সংখ্যা কমলেই, পরেরদিন বাড়ছে সেই সংখ্যা। বর্তমানে এটিই হালচিত্র ভারতের করোনা গ্রাফের। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৬২ হাজার ৭২৭ জন। একদিনেই মৃত্যু হয়েছে ৪১২০ জনের। গতকাল এই সংখ্যাটিই ছিল ৩ লক্ষ ৪৮ হাজার ৫২৯ জন। বর্তমানে দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৩৭ লক্ষ ৩ হাজার ৬৬৫। এরমধ্যে সক্রিয় রোগীর সংখ্যা ৩৭ লক্ষ ১০ হাজার ৫২৫।
আরও পড়ুন: করোনা সেরে ওঠার ৬ মাস পর ভ্যাকসিন নেওয়া উচিত, সুপারিশ সরকারি প্যানেলের