Corona Cases and Lockdown News: কোভিশিল্ডের দুই ডোজ় দেওয়ার নিয়মে এল বড় বদল, জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক

| Edited By: | Updated on: May 14, 2021 | 5:47 PM

বর্তমানে দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৩৭ লক্ষ ৩ হাজার ৬৬৫। এররমধ্যে সক্রিয় রোগীর সংখ্যা ৩৭ লক্ষ ১০ হাজার ৫২৫।

Corona Cases and Lockdown News: কোভিশিল্ডের দুই ডোজ় দেওয়ার নিয়মে এল বড় বদল, জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক
ফাইল চিত্র

একদিন আক্রান্তের সংখ্যা কমলেই, পরেরদিন বাড়ছে সেই সংখ্যা। বর্তমানে এটিই হালচিত্র ভারতের করোনা গ্রাফের। এরই মধ্যে কোভিশিল্ড নেওয়া নিয়মে বদল আনল সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৬২ হাজার ৭২৭ জন। একদিনেই মৃত্যু হয়েছে ৪১২০ জনের। গতকাল এই সংখ্যাটিই ছিল ৩ লক্ষ ৪৮ হাজার ৫২৯ জন। বর্তমানে দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৩৭ লক্ষ ৩ হাজার ৬৬৫। এরমধ্যে সক্রিয় রোগীর সংখ্যা ৩৭ লক্ষ ১০ হাজার ৫২৫।

করোনা সংক্রমণ বৃদ্ধিতে ইতিমধ্যেই একাধিক রাজ্যে লকডাউন জারি করে দেওয়া হয়েছে। কোথাও আবার দীর্ঘায়িত করা হচ্ছে লকডাউন। ইতিমধ্যেই দিল্লিতে লকডাউনের মেয়াদ এক সপ্তাহ বাড়ানো হয়েছে। আগামী ৩১ মে অবধি লকডাউনের মেয়াদ বাড়ানোর পরিকল্পনা চলছে মহারাষ্ট্রেও। করোনা সংক্রান্ত যাবতীয় আপডেট দেখে নিন একনজরে-

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 13 May 2021 06:20 PM (IST)

    কোভিশিল্ডের দুই ডোজ় দেওয়ার নিয়মে এল বড় বদল, জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক

    দেশের হাতে করোনা (COVID 19) নিধনের তিনটি অস্ত্র। ডিসিজিআই অনুমোদন পেয়েছে সেরামের কোভিশিল্ড, ভারত বায়োটেকের কোভ্যাক্সিন ও রাশিয়ার স্পুটনিক। এর মধ্যে স্পুটনিক ও কোভ্য়াক্সিনের দু’টি ডোজ় ২৮ দিনের ব্যবধানেই দেওয়া হয়। কিন্তু বিশেষজ্ঞ দলের সুপারিশ মেনে এর আগে কোভিশিল্ডের দুই ডোজ়ের মধ্যে ব্যবধান বাড়িয়েছিল কেন্দ্র। যদিও কোভ্যাক্সিনের দুই ডোজ়ের মধ্যে ব্যবধান বাড়েনি। এ বার কোভিশিল্ডের দুই ডোজ়ের মধ্যে ব্যবধান ১২-১৬ সপ্তাহ বাড়ানোর কথা জানিয়েছে জাতীয় টিকাকরণ দল। সূত্রের খবর, সেই সুপারিশে এ দিন সিলমোহর দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

    আরও পড়ুন: কোভিশিল্ডের দুই ডোজ় দেওয়ার নিয়মে এল বড় বদল, জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক

  • 13 May 2021 12:45 PM (IST)

    ১ জুন অবধি লকডাউন-সম নিষেধাজ্ঞার মেয়াদ

    করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে আগামী ১ জুন অবধি লকডাউন সম বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হল মহারাষ্ট্রে। বুধবার রাজ্যের মুখ্য সচিব সীতারাম কুন্তে এই নির্দেশিকা প্রকাশ করেন। নয়া নির্দেশিকায় জানানো হয়েছে, যে সমস্ত রাজ্যে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে বা স্পর্শকাতর অঞ্চল বলে চিহ্নিত করা হয়েছে। সেই সমস্ত রাজ্য থেকে প্রবেশের জন্য বা্ধ্যতামূলকভাবে আরটি-পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে। এছাড়া কেবলমাত্র জরুরি পরিষেবা ও অত্যাবশ্যকীয় সামগ্রীর ক্ষেত্রেই ছাড় দেওয়া হবে।

  • 13 May 2021 12:23 PM (IST)

    আগামিকাল দেশে দ্বিতীয় দফায় আসবে স্পুটনিক-ভি ভ্যাকসিন

    এ বার শুধু কোভিশিল্ড ও কোভ্যাক্সিন নয়। করোনার বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করবে রাশিয়ার স্পুটনিক-ভি ভ্যাকসিনও। ইতিমধ্যেই দেশে প্রথম দফায় ভ্যাকসিন ডোজ় এসে গিয়েছে। আগামিকাল আসবে দ্বিতীয় ব্যাচ।

  • 13 May 2021 12:20 PM (IST)

    করোনা মোকাবিলায় জেলাশাসকদের সঙ্গেও বৈঠক করবেন প্রধানমন্ত্রী

    আগামী ২০ মে থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনায় সর্বাধিক প্রভাবিত বিভিন্ন রাজ্যের জেলাশাসকদের সঙ্গে বৈঠক করবেন। প্রথম দফায় ২০ তারিখ ১০টি রাজ্যের ৫৪ জন জেলাশাসকদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে কথা বলবেন প্রধানমন্ত্রী।

    বিস্তারিত পড়ুন:করোনার হাল-হকিকত জানতে মুখ্যমন্ত্রীদের পর এ বার জেলাশাসকদের সঙ্গে বৈঠকে বসবেন নমো

  • 13 May 2021 12:17 PM (IST)

    ‘ওয়ার্ক ফ্রম হোটেলে’র উদ্যোগ আইআরসিটিসি-র

    আইআরসিটিসি-র তরফে আনা হয়েছে একটি বিশেষ “ওয়ার্ক ফ্রম হোটেল” প্যাকেজ, যা বিভিন্ন ক্ষেত্রের কর্মীদের রোজনামচা থেকে একটু মুক্তির বাতাস দেবে। আপাতত কেরলে আইআরটিসির তরফে এই নয়া ব্যবস্থাপনা করা হয়েছে।

    বিস্তারিত পড়ুন: করোনাকালে বাড়িতে বসে কাজ করে বিরক্ত? মন ভাল করতে ‘ওয়ার্ক ফ্রম হোটেলে’র উদ্যোগ আইআরসিটিসি-র

  • 13 May 2021 12:16 PM (IST)

    করোনা আক্রান্ত জয়পুর চিড়িয়াখানার সিংহ

    ফের একবার সিংহের শরীরে ধরা পড়ল করোনা ভাইরাস। রাজস্থানের জয়পুর চিড়িয়াখানায় সিংহের শরীরে এই সক্রমণ দেখা গিয়েছে। সিংহটির নাম ত্রিপুর। এই ঘটনার পরই ওই চিড়িয়াখানার বাসিন্দা বেশ কয়েকটি পশু থেকেও নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে সিংহী, অন্য এক সাদা বাঘের নমুনা পরীক্ষা হলেও তাদের শরীরে কোনও সংক্রমণ নেই।

    বিস্তারিত পড়ুন: ফের সিংহের শরীরে ধরা পড়ল করোনা সংক্রমণ, আতঙ্কে বাড়ছে ভারতে

  • 13 May 2021 12:16 PM (IST)

    রাস্তায় পড়ে রয়েছে কোভিড রোগীর দেহ!

    বাড়ির ছেলে করোনা আক্রান্ত। অসুস্থ ছিলেন তাঁর বাবাও। বুধবার রাতে শ্বাসকষ্ট প্রবল হওয়ায় মৃত্যু হয় তাঁর। পাড়া প্রতিবেশীরা সকলেই সেকথা জানেন। কিন্তু ঘেঁষছেন না কেউই। বাড়ির সামনের রাস্তার এক পাশে ফেলা রাখা রয়েছে বৃদ্ধের দেহ। বাড়ির মহিলারা কোনওক্রমে শেষকৃত্যের প্রস্তুতি নিচ্ছেন।  মর্মান্তিক ঘটনা জলপাইগুড়ির (Jalpaiguri) ধূপগুড়ির ১০ নম্বর ওয়ার্ডের দোলপাড়া এলাকায়।

    বিস্তারিত পড়ুন: বাড়ির সামনেই রাস্তায় ফেলা চাদরে ঢাকা করোনা রোগীর দেহ! প্রহর গুনছেন প্রতিবেশীরা

    West Bengal COVID Corona Update Jalpaiguri

    নিজস্ব চিত্র

     

  • 13 May 2021 12:13 PM (IST)

    ২০ মে-র মধ্যে ১.৫ কোটি কোভিশিল্ড দেবে সেরাম ইন্সটিটিউট

    মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে প্রতিশ্রুতি দিয়েছেন সেরাম কর্তা আদার পুনাওয়ালা। আগামী ২০ মে-র মধ্যে সেরাম ইন্সটিটিউট অব ইন্ডিয়ার তরফে ১.৫ কোটি কোভিশিল্ডের ডোজ় পাঠানো হবে বলে জানান রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে।

    বিস্তারিত পড়ুন: ২০ মে-র মধ্যে মুখ্যমন্ত্রী ঠাকরেকে দেড় কোটি কোভিশিল্ড সরবরাহের প্রতিশ্রুতি সেরাম কর্তার

  • 13 May 2021 12:05 PM (IST)

    জম্মু-কাশ্মীরে কয়েকদিনেই বসল ২৬টি অক্সিজেন জেনেরেশন প্ল্য়ান্ট

    করোনা মোকাবিলায় অক্সিজেন সঙ্কট কাটাতে বিগত কয়েক দিনের মধ্যেই ২৬টি অক্সিজেন জেনেরেশন প্ল্য়ান্ট বসানো হল। এগুলি প্রতি মিনিটে ২৫ হাজার লিটার অক্সিজেন তৈরি করতে পারবে। আগামিদিনে আরও ৫২ টি এইরকম প্ল্যান্ট বসানো হবে।

  • 13 May 2021 12:00 PM (IST)

    মহারাষ্ট্রে বাড়তে পারে লকডাউনের মেয়াদ

    মহারাষ্ট্রে করোনা পরিস্থিতি নিয়ে বুধবার ক্যাবনেট বৈঠকে বসেন মন্ত্রীরা। সেখানে লকডাউনের মেয়াদ আগামী ৩১ মে অবধি বাড়ানো নিয়ে আলোচনা হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে। আগামী ৩১ মে অবধি লকডাউনের মেয়াদ বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

    বিস্তারিত পড়ুন: ৩১ মে অবধি বাড়তে পারে লকডাউনের মেয়াদ, ইঙ্গিত মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রীর

  • 13 May 2021 11:53 AM (IST)

    মধ্য প্রদেশেও হানা ব্ল্যাক ফাঙ্গাসের

    বুধবার মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানান, রাজ্যে প্রায় ৫০ জন রোগীর দেহে এই সংক্রমণের খোঁজ মিলেছে এবং তা নিয়ে রাজ্য সরকার অত্যন্ত উদ্বিগ্ন।

    বিস্তারিত পড়ুন: প্রতিবেশী মহারাষ্ট্র থেকে সংক্রমণ ছড়াল মধ্য প্রদেশেও, খোঁজ মিলল ৫০ ‘ব্ল্যাক ফাঙ্গাস’ রোগীর

  • 13 May 2021 10:20 AM (IST)

    ঈদেও ছাড় নেই লকডাউনের নিয়মবিধিতে

    চাঁদ দেখা গেলেই শুরু হবে ইদের উৎসব। কিন্তু করোনা সংক্রমণ রুখতে এ বার অতি কঠোর কেরল প্রশাসন। তাই ঈদের অনুষ্ঠানেও লকডাউনের নিয়মবিধিতে কোনও পরিবর্তন আনা হল না।

  • 13 May 2021 10:11 AM (IST)

    দুর্গাপুর থেকে চেন্নাই যাচ্ছে প্রথম অক্সিজেন এক্সপ্রেস

    দেশের অক্সিজেন ঘাটতি মেটাতে পশ্চিমবঙ্গের দুর্গাপুর থেকে তামিলনাড়ুর চেন্নাইয়ের উদ্দেশে রওনা দিল অক্সিজেন এক্সপ্রেস। এই রুটে এটিই প্রথম অক্সিজেন এক্সপ্রেস। রেলমন্ত্রী পিযুষ গয়াল নিজে টুইট করেন সেই ভিডিয়ো

Published On - May 13,2021 6:20 PM

Follow Us: