করোনাকালে বাড়িতে বসে কাজ করে বিরক্ত? মন ভাল করতে ‘ওয়ার্ক ফ্রম হোটেলে’র উদ্যোগ আইআরসিটিসি-র
আইআরসিটিসি-র তরফে আনা হয়েছে একটি বিশেষ "ওয়ার্ক ফ্রম হোটেল" প্যাকেজ, যা বিভিন্ন ক্ষেত্রের কর্মীদের রোজনামচা থেকে একটু মুক্তির বাতাস দেবে। আপাতত কেরলে আইআরটিসির তরফে এই নয়া ব্যবস্থাপনা করা হয়েছে।
নয়া দিল্লি: করোনা সংক্রমণের প্রথম ঢেউ পথ দেখিয়েছিল। দ্বিতীয় ঢেউ দেখা দিতেই ফের সংক্রমণের আশঙ্কায় কর্মীদের ফের বাড়ি থেকে কাজ করতে বাধ্য করেছে। তবে বাড়ির চার দেওয়ালে বন্দি থাকতে চান না অনেকেই। সেই সমস্ত কর্মীদের জন্য বিশেষ সুবিধা আনছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজ়ম কর্পোরেশন। এ বার হোটেলে বসেও নিশ্চিত মনে করা যাবে কাজ, ভয় থাকবে না সংক্রমণেরও।
আইআরসিটিসি-র তরফে আনা হয়েছে একটি বিশেষ “ওয়ার্ক ফ্রম হোটেল” প্যাকেজ, যা বিভিন্ন ক্ষেত্রের কর্মীদের রোজনামচা থেকে একটু মুক্তির বাতাস দেবে। আপাতত কেরলে আইআরসিটিসির তরফে এই নয়া ব্যবস্থাপনা করা হয়েছে।
আইআরসিটিসি -র তরফে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, করোনা পরবর্তী সময়ে ফের বাড়ির বাইরে পা রাখার সাহস জোগানোর জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে ফের একবার যখন ওয়ার্ক ফ্রম হোম সংস্কৃতিই ফিরে এসেছে, তখন নতুন ভাবে আনা হচ্ছে ওয়ার্ক ফ্রম হোটেল ব্যবস্থাপনা।
ওয়ার্ক ফ্রম হোটেলে খরচ কত?
আপনি যদি তিনজনকে সঙ্গে নিয়ে পাঁচদিনের জন্য থাকেন, তবে মাথা পিছু খরচ পড়বে ১০ হাজার ১২৬ টাকা। এই খরচের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে নিয়মিত জীবাণুমুক্ত ঘর, তিন বেলার খাবার ও দিনে দু’বার চা কিংবা কফি, বিনামূল্যে ওয়াইফাই, গাড়ি রাখার জন্য পার্কিং ও ট্রাভেল ইনসুরেন্স।
আপাতত মুন্নার, থেক্কাডি, কুমারকম, মারারি, কোভালাম, ওয়েনাড ও কোচিতে এই সুবিধা পাওয়া যাবে। অন্যান্য রাজ্যেও এই ব্যবস্থাপনা আনা যায় কিনা, তার চেষ্টা চালাচ্ছে আইআরসিটিসি। সংস্থার তরফে জানানো হয়, সমস্ত সুরক্ষা প্রোটোকল মেনে চলা হচ্ছে। অনলাইনের মাধ্যমে এই প্যাকেজ বুক করা যাবে। তবে বর্তমান করোনা পরিস্থিতির কারণে সাইট সিয়িং-র সুবিধা দেওয়া হচ্ছে না।
আরও পড়ুন: বিতর্কের জের, সেন্ট্রাল ভিস্তার সামনে ঝুলল ‘ছবি ও ভিডিয়ো তোলা নিষিদ্ধে’র বোর্ড!