‘তালিবান সন্ত্রাসবাদী নয়, দেশের জন্য লড়ছে’, ভারতীয় উর্দু কবির মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক
Afghanistan: মুন্নাবর রানার কথায়, তালিবানকে সন্ত্রাসবাদী বলা যায় না। তালিবান নিজেদের জন্মভূমিকে মুক্ত করার জন্য লড়াই করেছে।
নয়া দিল্লি: তালিবানের বুটের শব্দে যখন নিরপরাধ আফগানিরা ত্রস্ত। সেই সময় ভারতের মাটিতে দাঁড়িয়ে তালিবান নিয়ে উর্দু কবি মুন্নাবর রানার মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক শুরু হয়েছে। তালিবানকে সন্ত্রাসবাদী সংগঠন বলে মানতে নারাজ প্রবীণ এই কবি। বরং ৬৮ বছর বয়সী এই কবির কাছে, দেশমাতৃকাকে মুক্ত করার শক্তির নাম তালিবান।
মুন্নাবর রানা এক সংবাদমাধ্যমে জানান, “আফগানিস্তানে তালিবান রয়েছে বলে ভারতের ভয় পাওয়ার কোনও কারণ নেই। তালিবান সন্ত্রাসী নয়, বরং ওদের আক্রমনাত্মক বলা ভাল।” এরপরই মুন্নাবর বলেন, “আপনারা যদি ইতিহাস দেখেন, ভারতের সঙ্গে আফগানিস্তান কোনও দিনই কোনও খারাপ করেনি। তাই ভারতের আফগানিস্তান নিয়ে ভয়েরও কোনও কারণ নেই। ভারতের কোথাও কি এমন কোনও ঘটনা ঘটেছে যেখানে আফগানিস্তানের তালিবানের দ্বারা একজন ভারতীও ক্ষতিগ্রস্ত হয়েছেন?” আফগানিস্তানে ২০ বছর ধরে আমেরিকার সৈন্য মোতায়েন নিয়েও সরব হন মুন্নাবর রানা। প্রশ্ন তোলেন, আফগানিরা কী ভাবে এতগুলি দিন কাটিয়েছে তা কেউ জানে না।
মুন্নাবর রানার কথায়, তালিবানকে সন্ত্রাসবাদী বলা যায় না। তালিবান নিজেদের জন্মভূমিকে মুক্ত করার জন্য লড়াই করেছে। নিজের জমিকে কে কী ভাবে দখল করবে সেটা তার ব্যাপার। একই সঙ্গে তালিব-শক্তির বন্দুকের নল দেখিয়ে মানুষকে আতঙ্কিত করার প্রসঙ্গ নিয়ে মুন্নাবরের পর্যবেক্ষণ, এক সময় ভারতীয়রা ইংরেজের পরাধীনতার শৃঙ্খলে বন্দি ছিল। তাঁরাও দেশকে মুক্ত করেছে। তা হলে তালিবান যদি নিজেদের মাটিকে স্বাধীন করতে চায় ভুল কোথায়!
#MunawwarRana आप भी एक काम कीजिए आप भी तालिबान ही चले जाइए, आपके लिए सबसे महफ़ूज़ जगह तालिबान है। https://t.co/D0OrdHU90t
— Barkha Shukla Singh (@barkhasingh45) August 19, 2021
Taliban has said no to democracy, they will follow strict Sharia , it would be heaven for people like #MunawwarRana, people like him are a disgrace,they should leave the country, this is not at all constructive, Comparing UP and Afgan new regime, is an act of anti-National! https pic.twitter.com/gkAWINmv3O
— Ravi Singh Saini (@Ravik7830) August 19, 2021
মুন্নাবরের এই মন্তব্য ঘিরে স্বভাবতই দানা বেধেছে বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় উঠেছে। ক্ষোভ উগরে দিয়েছেন অনেকেই। দিল্লি মহিলা আয়োগের প্রাক্তন চেয়ারপার্সন বরখা শুক্লা সিং টুইটারে লেখেন, ‘মুন্নাবর রানা আপনিও একটা কাজ করুন। আপনিও তালিবানে যোগ দিন। ওটাই আপনার জন্য সর্বোৎকৃষ্ট জায়গা।’ টুইটারে ট্রেন্ড হতে শুরু করেছে মুন্নাবরের বক্তব্য।
তাঁর নামে হ্যাশট্যাগ তৈরি হয়েছে ইতিমধ্যেই। অধিকাংশ নেটাগরিকেরই দাবি, মুন্নাবর বআফগানিস্তানে চলে যান। তালিবানের সঙ্গে শের-শায়েরি করুন। মুন্নাবর মনে করেন, “তালিবান নিজের দেশের জন্য লড়াই করছে। কেউ কী ভাবে তাদের সন্ত্রাসবাদী বলতে পারে। সন্ত্রাসীদের নির্দিষ্ট কোনও সংজ্ঞা নেই। আমরা কী করে বলে দিতে পারি এ সন্ত্রাসী ও সন্ত্রাসী নয়।” আরও পড়ুন: ভাড়া দিতে না পারায় বাড়ির দরজায় তালা! কোলের শিশুকে ‘বিক্রি’ করতে এসে করুণ কাহিনী শোনালেন মা-বাবা