US Woman: ভারতে এসে অপরহণের নাটক আমেরিকান মহিলার! তার পর…

New Delhi: ৩ মে ভারতে আসে ঘুরতে এসেছিলেন আমেরিকার বাসিন্দা রেনি ম্যাকলাউলিন। ভারতে এসে দিল্লিতে ছিলেন তিনি। এর পর তিনি আমেরিকায় থাকা পরিবারের লোকেদের জানান অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁকে হেনস্থা করছে।

US Woman: ভারতে এসে অপরহণের নাটক আমেরিকান মহিলার! তার পর...
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Jul 18, 2022 | 12:42 PM

নয়াদিল্লি: ভারতে ঘুরতে এসেছিলেন এক আমেরিকান মহিলা। এ দেশে এসে তিনি মিথ্যা অপহরণের গল্প ফাঁদলেন। আমেরিকায় থাকা মা-বাবাকে ‘ইমোশনালি ব্ল্যাকমেল’ করতেই ওই বিদেশি মহিলা এই কাজ করেছেন বলে জানিয়েছে পুলিশ। অপহরণের এই অভিযোগ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে এই মামলার সমাধান করা হয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ।

৩ মে ভারতে আসে ঘুরতে এসেছিলেন আমেরিকার বাসিন্দা রেনি ম্যাকলাউলিন। ভারতে এসে দিল্লিতে ছিলেন তিনি। এর পর তিনি আমেরিকায় থাকা পরিবারের লোকেদের জানান অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁকে হেনস্থা করছে। ৯ জুলাই আমেরিকান সিটিজেন সার্ভিসকে ইমেল মারফত তিনি জানিয়েছিলেন ভারতের পরিবেশ নিরাপদ নয়। তাঁকে মানসিক এবং শারীরিক ভাবে অত্যাচার করা হচ্ছে বলেও জানিয়েছিলেন তিনি। আমেরিকায় থাকা বাবা-মাকেও একই কথা জানিয়েছিলেন তিনি। বাবা-মাকে তিনি জানিয়েছিলেন তাঁকে অপরহরণ করা হয়েছে। তা জানতে পেরে আমেরিকান দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন ওই মহিলার পরিবারের লোকেরা। এবং আমেরিকান দূতাবাস এই বিষয়টি জানায় দিল্লি পুলিশকে।

এই ঘটনার এক দিন পর অপহরণের নাটক করা ওই আমেরিকান মহিলা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিয়ো কল করেছিলেন তাঁর মা সান্দ্রাকে।  সেই কলেও অপহরণ করে তাঁকে অন্যত্র রাখা হয়েছে বলে জানিয়েছিলেন মাকে। সান্দ্রা যখন তাঁর ব্যাপারে আরও তথ্য জোগাড়ের চেষ্টা করছিলেন, তখনই কেটে যায় সেই কল।

এর পর আমেরিকান দূতাবাসের তরফে ১৫ জুলাই মামলা দায়ের করা হয়। যে নম্বর থেকে হোয়াসটঅ্যাপ কল করা হয়েছিল তার আইপি অ্যাড্রেসের খোঁজ করা হয়। সেই খোঁজ করে পুলিশের বিভিন্ন দল ওই সব এলাকায় খোঁজ শুরু করেন। সেই খোঁজ করে পুলিশ গুরুগ্রাম থেকে আটক করে ওকোরোয়াফোর চিবুইকে ওকোরো নামের এক নাইজেরীয়কে। পুলিশ জানিয়েছে, হোয়াটসঅ্যাপ কল করতে ওই ব্যক্তির ফোন ব্যবহার করেছিলেন ওই আমেরিকান মহিলা। তাঁর কাছে তথ্য পেয়েই গ্রেটার নয়ডায় আমেরিকান মহিলার খোঁজ পায় দিল্লি পুলিশ।

তার পর মহিলাকে জিজ্ঞাসাবাদ করতেই জানা যায়, বাবা-মাকে ব্ল্যাকমেল করতেই মিথ্যা অপহরণের গল্প ফেঁদেছেন ওই আমেরিকান মহিলা। ফেসবুকের মাধ্যমে নাইজেরীয় নাগরিক ওকোরোর সঙ্গে যোগাযোগ হয় ওই মহিলার। ভারতে এসে তিনি ওকোরোর সঙ্গেই থাকছিলেন। পুলিশ জেনেছে, ৬ জুনই ভিসার মেয়াদ শেষ হয়েছে ওই মহিলার। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ।