Ayodhya Ram Temple: অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধনের সময় পুজো হবে দেশের ৫ লক্ষ মন্দিরে
২০২০ সালের ৫ অগস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর পর থেকে যুদ্ধকালীন তৎপরতায় চলছে মন্দির নির্মাণের কাজ। রাত-দিন এক করে প্রচুর নির্মাণকর্মী কাজ করে চলেছেন। এ বছর ডিসেম্বর মাসেই রাম মন্দির নির্মাণের প্রথম পর্যায়ের কাজ শেষ হবে বলে জানা গিয়েছে।
অযোধ্যা: ২০২৪ সালের জানুয়ারি মাসেই হতে পারে অযোধ্যার রামমন্দিরের উদ্বোধন। সেই উপলক্ষ্যে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা নেওয়া হচ্ছে। অযোধ্যায় বেশ কয়েক দিন ধরে চলবে সেই অনুষ্ঠান। রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের জেনারেল সেক্রেটারি চম্পত রাই জানিয়েছেন রাম মন্দির উদ্বোধন উপলক্ষে ১২ দিন ধরে চলবে অনুষ্ঠান। উদ্বোধনের দিন দেশের বিভিন্ন গ্রাম-শহরের প্রায় ৫ লক্ষ মন্দিরে পুজো অর্চনার আয়োজন করা হবে বলেও জানিয়েছেন তিনি। নির্দিষ্ট করে না বললেও ২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধন হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন চম্পত রাই।
২০২০ সালের ৫ অগস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর পর থেকে যুদ্ধকালীন তৎপরতায় চলছে মন্দির নির্মাণের কাজ। রাত-দিন এক করে প্রচুর নির্মাণকর্মী কাজ করে চলেছেন। এ বছর ডিসেম্বর মাসেই রাম মন্দির নির্মাণের প্রথম পর্যায়ের কাজ শেষ হবে বলে জানা গিয়েছে। জানুয়ারি মাসে তা উদ্বোধন করা হবে এবং ভক্তদের জন্য খুলে যাবে মন্দিরের দ্বার। যদিও মন্দির নির্মাণের কাজ পুরো শেষ হয়ে যাবে না। অযোধ্যার রাম মন্দিরের সমস্ত কাজ সম্পূর্ণ হতে ২০২৬ সাল লেগে যাবে অনুমান।
রাম মন্দিরের উদ্বোধন নিয়ে আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন চম্পত রাই। উদ্বোধনের সময় পাঁচ লক্ষাধিক ভক্তের সমাগম হতে পারে বলে জানিয়েছেন রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের জেনারেল সেক্রেটারি। দুরদর্শনেও সেই অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার হতে পারে।