Mohammed Shami: মহম্মদ সামির গ্রামে স্টেডিয়াম তৈরির পরিকল্পনা যোগী সরকারের
সামির গ্রামে স্টেডিয়াম তৈরির বিষয়টি জানিয়েছেন আমরোহা জেলার এক আধিকারিক। মিনি স্টেডিয়ামের পাশাপাশি একটি জিমও তৈরি করা হবে সেখানে। স্টেডিয়াম তৈরির জন্য জমিও ঠিক করে ফেলেছেন ওই জেলা প্রশাসন। এ বিষয়ে ওই সিনিয়র আধিকারিক বলেছেন, “স্টেডিয়াম তৈরির জন্য জমি ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। এ নিয়ে রাজ্য সরকারের কাছে প্রস্তাবও পাঠানো হয়েছে।”
লখনউ: ভারতীয় ক্রিকেট দলের অন্যতম ভরসার নাম মহম্মদ সামি। উত্তর প্রদেশের একটি গ্রামে বাড়ি এই ফাস্ট বোলারের। এ বারের বিশ্বকাপে সামির অনবদ্য পারফরম্যান্সে মুগ্ধ ক্রিকেটপ্রেমীরা। এ বার সামির গ্রামে মিনি স্টেডিয়াম গড়ার কথা ঘোষণা করল উত্তর প্রদেশ সরকার। উত্তর প্রদেশে আমরোহা জেলার সাহসপুর আলিনগরে এই স্টেডিয়াম তৈরি করা হবে।
সামির গ্রামে স্টেডিয়াম তৈরির বিষয়টি জানিয়েছেন আমরোহা জেলার এক আধিকারিক। মিনি স্টেডিয়ামের পাশাপাশি একটি জিমও তৈরি করা হবে সেখানে। স্টেডিয়াম তৈরির জন্য জমিও ঠিক করে ফেলেছেন ওই জেলা প্রশাসন। এ বিষয়ে ওই সিনিয়র আধিকারিক বলেছেন, “স্টেডিয়াম তৈরির জন্য জমি ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। এ নিয়ে রাজ্য সরকারের কাছে প্রস্তাবও পাঠানো হয়েছে।” জমি দেখতে আমরোহা জেলা প্রশাসনের আধিকারিকরা সামির গ্রামেও গিয়েছিলেন। ওই গ্রামে তৈরি হওয়া মিনি স্টেডিয়ামে বিভিন্ন স্পোর্টসের জন্য ব্যবস্থা থাকবে। এ বিষয়ে ওই আধিকারিক বলেছেন, “মিনি স্টেডিয়ামে বিভিন্ন খেলাধুলোর ব্যবস্থা থাকবে। কোচিংও করানো হবে। জেলা থেকে বিভিন্ন খেলোয়াড় তুলে নেওয়ার কাজও করা হবে। এর জেরে আশাপাশের অনেক এলাকার যুবক-যুবতীরা এতে উপকৃত হবে।” উত্তর প্রদেশে সরকার সে রাজ্যে এ রকম ২০টি মিনি স্টেডিয়াম তৈরির পরিকল্পনা করছে বলেও জানিয়েছেন তিনি।
আমরোহার জেলা প্রশাসনের পাশাপাশি রাষ্ট্রীয় লোক দলও সেখানে খেলাধুলার সুবিধা তৈরি করতে আগ্রহী। এ নিয়ে আরএলডি-র সভাপতি জয়ন্ত চৌধরি এক্স হ্যান্ডেলে লিখেছেন, সাংসদ তহবিলের টাকা দিয়ে তিনি স্পোর্টস ফেসিলিটি তৈরি করতে চান। আমরোহা জেলার ওই গ্রামে এখনও থাকেন সামির মা অঞ্জুম আরা। ভারত বিশ্বকাপ জিতবে বলে আশাবাদী তিনি। সামির সাফল্য ওই এলাকার যুবদের অনুপ্রাণিত করবে বলেও আশাবাদী তিনি।