Snake Bite: সাপ গলায় জড়িয়ে গ্রামে ঘুরছিলেন, কামড় খেয়ে বাড়িতেই ঝাড়ফুঁক! গেল প্রাণ

Uttar Pradesh: সাপ ধরার পরই সেই সাপ নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন ওই ব্যক্তি। নিজের গলাতেও মালা হিসাবে ঝুলিয়ে ছিলেন সাপ।

Snake Bite: সাপ গলায় জড়িয়ে গ্রামে ঘুরছিলেন, কামড় খেয়ে বাড়িতেই ঝাড়ফুঁক! গেল প্রাণ
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Aug 22, 2022 | 5:29 PM

শাহজাহানপুর: সাপ নিয়ে খেলা করা কতটা বিপজ্জনক হতে পারে, তা চোখের সামনে দেখলেন উত্তর প্রদেশের শাহাজাহানপুর জেলার মারুয়াঝালা গ্রামের বাসিন্দা। ওই গ্রামের বাসিন্দা দেবেন্দ্র মিশ্র। সাপ ধরায় মুন্সিয়ানা রয়েছে ৫৫ বছরের এই ব্য়ক্তির। জীবনে প্রচুর সাপ ধরেছেন তিনি। শনিবার প্রতিবেশীর বাড়িতে সাপ বেরনোয় ডাক পড়ে তাঁর। লাঠি করে সাপটিকে ধরেনও তিনি। সেই সাপ বিষাক্ত ছিল বলে জানা গিয়েছে। তখনই সেই বিষাক্ত সাপ কামড়ে দেয় তাঁকে। সেই কামড়েই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। তাঁর স্ত্রী এবং পাঁচ জন ছেলে রয়েছে বলে জানা সাপ ধরার পরই সেই সাপ নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন ওই ব্যক্তি। নিজের গলাতেও মালা হিসাবে ঝুলিয়ে ছিলেন সাপ।

জানা গিয়েছে, শাহাজাহানপুর জেলার জৈতিপুর এলাকায় রয়েছে মারুয়াঝালা গ্রাম। ওই গ্রামের বাসিন্দা দেবেন্দ্র ২০০-রও বেশি সাপ ধরেছেন বলে জানিয়েছেন সে গ্রামের বাসিন্দারা। শনিবারও প্রতিবেশীর বাড়ি থেকে একটি সাপ ধরেন তিনি। সেই ঘটনার ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেখানে দেখা যাচ্ছে, লাঠি দিয়ে সাপ ধরলেন দেবেন্দ্র। তার পর সেই সাপকে নিয়ে আশপাশে ঘুরে বেড়ালেন। ৫ বছরের এক বাচ্চার গলাতেও সেই সাপ জড়িয়েছিলেন বলে দেখা গিয়েছে ভিন্ন একটি ভিডিয়োয়। গ্রামবাসীরা জানিয়েছেন, এর পর নিজের গলায় সাপটিকে জড়িয়ে সারা গ্রাম ঘুরছিলেন দেবেন্দ্র। সে সময়ই সাপটি কামড়ে দেয় তাঁকে। গ্রামবাসীরা জানাচ্ছেন, সাপটিকে ধরার প্রায় এক ঘণ্টা পর সেটি কামড়েছে তাঁকে।

কিন্তু সাপের কামড় খেয়েও হাসপাতালে যাননি তিনি। নিজের বাড়ি চলে আসেন। সেখানে সাপকে একটি পাত্রে রেখে দেন। এবং বাড়িতে থাকা শিকড় দিয়ে নিজেই চিকিৎসা শুরু করেন। এর পরই মৃত্যু হয় ওই ব্য়ক্তির। ঘটনা নিয়ে স্থানীয় চিকিৎসক সৌভাগ্য কাতিয়ার বলেছেন, “সাপ কামড়ালে সেই জায়গায় বাঁধন দিতে হাসপাতালে যাওয়া উচিত কোনও ব্যক্তির। হাসপাতালে গিয়ে অ্যান্টিভেনম ইঞ্জেকশন নেওয়া উচিত।”