উত্তরাখণ্ডে ট্রেকিং করতে গিয়ে বিপর্যয়, মৃত ৫, উদ্ধার ১৩, ৪ জনের খোঁজে তল্লাশি

ট্রেকার দলের আটকে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় জাতীয় বিপর্যয় মোকাবিলাকারী বাহিনী (এনডিআরএফ), ভারতীয় বায়ু সেনা, রাজ্য বিপর্যয় মোকাবিলাকারী দলের সদস্যরা। আটকে পড়া ট্রেকারদের মধ্যে ১৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাঁদের মধ্যে ৮ জনকে এয়ারফিল্ট করে দেহরাদূনে উড়িয়ে আনা হয়েছে।

উত্তরাখণ্ডে ট্রেকিং করতে গিয়ে বিপর্যয়, মৃত ৫, উদ্ধার ১৩, ৪ জনের খোঁজে তল্লাশি
Follow Us:
| Updated on: Jun 05, 2024 | 9:23 PM

উত্তরাখণ্ডের দুর্গম পার্বত্য এলাকায় ট্রেকিংয়ে গিয়েছিল ২২ জন ট্রেকারের একটি দল। কিন্তু সেখানে গিয়ে খারাপ আবহাওয়ার জেরে প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছিল তাঁদের। এর জেরেই ওই দলের পাঁচ জনের মৃত্যু হয়েছে। ওই ট্রেকার দল সহস্ত্র ট্রেকে গিয়েছিল। উত্তরাখণ্ডের উত্তর কাশী ও তেহরি জেলার সীমানায় এই ঘটনা ঘটেছে। ওই দলের সকলেই সেখানে আটকে পড়েছিল। যদিও জাতীয় বিপর্যয় মোকাবিলাকারী দলের সদস্যরা তাঁদের উদ্ধার করেন। কিন্তু এখনও চার জন আটকে রয়েছে বলে সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে।

ট্রেকার দলের আটকে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় জাতীয় বিপর্যয় মোকাবিলাকারী বাহিনী (এনডিআরএফ), ভারতীয় বায়ু সেনা, রাজ্য বিপর্যয় মোকাবিলাকারী দলের সদস্যরা। আটকে পড়া ট্রেকারদের মধ্যে ১৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাঁদের মধ্যে ৮ জনকে এয়ারফিল্ট করে দেহরাদূনে উড়িয়ে আনা হয়েছে।

এই ঘটনা নিয়ে উত্তরকাশীর জেলাশাসক মেহেরবান সিং বিস্ত বলেছেন, “২২ জনের ট্রেকার দল ট্রেকিং রুটে আটকে পড়েছিল। হাই অল্টিটিউড এলাকায় খারাপ আবহাওয়ার কারণেই এই দুর্ঘটনা। ১৩ জনকে আমরা উদ্ধার করেছি। ৪ জন এখনও আটকে রয়েছে। তাঁদের খোঁজে তল্লাশি চলছে। ৫ জনের মৃত্যু হয়েছে।”