বাড়ছে ‘উদ্বেগের কারণ’, ১১ রাজ্যের পর এ বার উত্তরাখণ্ডেও মিলল ডেল্টা প্লাসে আক্রান্তের খোঁজ

First Case of Delta Plus Reported in Uttarakhand: আক্রান্ত ব্য়ক্তি উধম সিং নগরের বাসিন্দা। সম্প্রতিই তিনি লখনউ থেকে ফিরেছিলেন। মনে করা হচ্ছে, সেখান থেকেই তিনি ডেল্টা প্লাসে আক্রান্ত হয়েছেন বলে মনে করা হচ্ছে।

বাড়ছে 'উদ্বেগের কারণ', ১১ রাজ্যের পর এ বার উত্তরাখণ্ডেও মিলল ডেল্টা প্লাসে আক্রান্তের খোঁজ
সংক্রমণ কমতেই পর্যটন কেন্দ্রগুলিতে চোখে পড়ছে উপচে পড়া ভিড়।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 09, 2021 | 6:44 AM

দেহরাদুন: ডেল্টা ভ্যারিয়েন্টের ধাক্কা সামলিয়ে উঠতে না উঠতেই মাথা ব্যাথার নতুন কারণ হয়ে দাঁড়িয়েছে আরও অভিযোজিত প্রজাতি ডেল্টা প্লাস। দেশে ক্রমশ বাড়ছে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা। এ বার উত্তরাখণ্ডেও মিলল প্রথম ডেল্টা প্লাসে আক্রান্তের খোঁজ।

অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক অবিনাশ খান্না জানান, রাজ্যের করোনা রোগীদের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হলে মঙ্গলবার ওই আক্রান্তের খোঁজ মেলে। আক্রান্ত ব্য়ক্তি উধম সিং নগরের বাসিন্দা। সম্প্রতিই তিনি লখনউ থেকে ফিরেছিলেন। মনে করা হচ্ছে, সেখান থেকেই তিনি করোনাভাইরাসের নতুন প্রজাতিতে আক্রান্ত হয়েছেন। ওই ব্যক্তি বিগত কয়েকদিনে যে স্থানগুলিতে গিয়েছিলেন, ইতিমধ্যেই সেগুলিকে কন্টেনমেন্ট জ়োন হিসাবে ঘোষণা করা হয়েছে।

দেশে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের জন্য করোনার অভিযোজিত রূপ ডেল্টাকেই দায়ী করা হয়, যা বর্তমানে ব্রিটেন, আমেরিকা, অস্ট্রেলিয়ায় নিজের দাপট দেখাচ্ছে। এরইমধ্যে ইউরোপে খোঁজ মেলে আরও অভিযোজিত রূপ, ডেল্টা প্লাসের।

ইতিমধ্যেই ১১টি রাজ্যে মোট ৪৮ জনের দেহে এই নতুন ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে। মধ্য প্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, কেরল, অন্ধ্র প্রদেশ, তামিলনাড়ু, জম্মু, ওড়িশা, কর্নাটক সহ একাধিক রাজ্যে ডেল্টা প্লাসে আক্রান্তের খোঁজ মিলেছে। এরমধ্যে ২১ জনই আবার মহারাষ্ট্রের বাসিন্দা। এ বার সেই তালিকায় যোগ হল উত্তরাখণ্ডের নামও। ভারতের তরফে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টকে উদ্বেগের কারণ হিসাবে চিহ্নিত করা হলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টকে এখনও তা মনে করছে না।

আরও পড়ুন: ‘করোনাকে অবহেলা করা যাবে না’, নতুন মন্ত্রিসভাকে নির্দেশ মোদীর