Tunnel rescue: ৩৮ মিনিট ২১ সেকেন্ডে উদ্ধার সকল শ্রমিক, সৌভিকের সঙ্গে কথা মায়ের
Uttarakhand Tunnel Rescue: প্রায় ৪০০ ঘণ্টার অপেক্ষার অবসান। উত্তরকাশীর সুড়ঙ্গ থেকে উদ্ধার হলেন ৪১ জন শ্রমিক। তার মধ্যে রয়েছেন বাংলার ৩। প্রত্যেকেই সুস্থ রয়েছেন।
নয়া দিল্লি: অপেক্ষার অবসান । ১৬ দিনের কর্মযজ্ঞের পর উত্তরকাশীর সিল্কিয়ারা সুড়ঙ্গ থেকে বেরলেন ৪১ জন শ্রমিক। প্রায় ৪০০ ঘণ্টা পর উদ্ধার করা হলে শ্রমিকদের। প্রত্যেকেই সুস্থ রয়েছেন। শ্রমিকদের ১ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী।
LIVE NEWS & UPDATES
-
চিনিয়ালিসাউর হাসপাতালে শ্রমিকরা
শ্রমিকদের চিকিৎসার জন্য আনা হল ঘটনাস্থল থেকে ৩০ কিলোমিটার দূরের চিনিয়ালিসাউর হাসপাতালে।
#WATCH | Uttarkashi tunnel rescue | The 41 workers who have been successfully rescued are being brought to the Community Health Center in Chinyalisaur for primary medical treatment. pic.twitter.com/pLtqJsdOvt
— ANI (@ANI) November 28, 2023
-
মানবতা ও দল বেঁধে কাজের অসাধারণ উদাহরণ: মোদী
আটকে পড়া শ্রমিকদের নিরাপদে বের করে আনায় উদ্ধারকারী দলের ভুয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। বিস্তারিত পড়ুন– ‘মানবতা ও দল বেঁধে কাজের অসাধারণ উদাহরণ’, উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী মোদী
-
-
৩৮ মিনিট ২১ সেকেন্ডে শেষ উদ্ধারকাজের শেষ পর্ব
একেক জন শ্রমিককে বের করতে ৪-৫ মিনিট করে সময় লাগবে বলে ভাবা হয়েছিল। কিন্তু উদ্ধারকাজ শুরু হতেই কাজ হল অত্যন্ত মসৃণভাবে। মাত্র ৩৮ মিনিট ২১ সেকেন্ডেই আটকে থাকা ৪১ জন শ্রমিককেই উদ্ধার করা গেল।
-
সৌভিক পাখিরার সঙ্গে কথা মায়ের
উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে থাকা ৪১ শ্রমিকের মধ্যে ছিলেন বাংলার শ্রমিক সৌভিক পাখিরাও। উদ্ধারের পরই, তার সঙ্গে কথা বললেন সৌভিক পাখিরা। ছেলেকে তিনি চিন্তামুক্ত থাকতে বললেন। জানালেন তারকনাথের কাছে পুজো দিয়ে ফুল পাঠিয়েছেন তিনি।
-
অস্থায়ী মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্য পরীক্ষা
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সোশ্যাল মিডিয়ায় জানালেন, “সিল্কিয়ারা সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের বের করে আনার কাজ শুরু হয়েছে। এই পর্যন্ত ৮ জন শ্রমিককে উদ্ধার করা হয়েছে। সুড়ঙ্গে নির্মিত অস্থায়ী মেডিকেল ক্যাম্পে সব শ্রমিকের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।”
-
-
খুশির লাড্ডু
শ্রমিকদের উদ্ধারের আনন্দে উচ্ছ্বসিত স্থানীয় মানুষও। সুড়ঙ্গের বাইরে লাড্ডু বিতরণ করছেন তাঁরা।
#WATCH | Uttarkashi (Uttarakhand) tunnel rescue: Locals distribute sweets outside Silkyara tunnel as trapped workers are being rescued from the tunnel pic.twitter.com/oASZAy8unf
— ANI (@ANI) November 28, 2023
-
উদ্ধার হওয়া শ্রমিকদের সঙ্গে মুখ্যমন্ত্রী
উদ্ধার হওয়া প্রত্যেক শ্রমিকের সঙ্গে মিলিত হচ্ছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।
#WATCH | Uttarkashi (Uttarakhand) tunnel rescue: CM Pushkar Singh Dhami meets the workers who have been rescued from inside the Silkyara tunnel. pic.twitter.com/5gZHyuhrqF
— ANI (@ANI) November 28, 2023
-
সুড়ঙ্গ ছাড়ছে অ্যাম্বুলেন্স
ভিতরে বড় মাপের অ্যাম্বুলেন্স প্রবেশ করানো যাচ্ছে না। এই অবস্থায় প্রথমে উদ্ধার হওয়া শ্রমিকদের সুড়ঙ্গের ভিতরে স্থাপিত অস্থায়ী হাসপাতালে চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে। তারপর, সুড়ঙ্গের বাইরে থেকে অ্যাম্বুলেন্স তাদের নিয়ে যাওয়া হচ্ছে ৩০ কিলোমিটার দূরের চিনিয়ালিসাউর হাসপাতালে।
#WATCH | Uttarkashi tunnel rescue | Ambulances leave from the Silkyara tunnel site as nine workers among the 41 workers trapped inside the Silkyara tunnel in Uttarakhand since November 12 have been successfully rescued. pic.twitter.com/pgIpNxTY3B
— ANI (@ANI) November 28, 2023
-
পৃথিবীর মুক্ত পরিবেশে শ্রমিকদের অভ্যর্থনা
এক এক করে শ্রমিকরা বের হচ্ছেন, তাঁদের অভ্যর্থনা জানাচ্ছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এবং কেন্দ্রীয় মন্ত্রী জেনারেল ভিকে সিং।
#WATCH| Uttarkashi (Uttarakhand) tunnel rescue: CM Pushkar Singh Dhami meets the workers who have been rescued from inside the Silkyara tunnel pic.twitter.com/vuDEG8n6RT
— ANI (@ANI) November 28, 2023
-
মুক্ত আরও ১০ শ্রমিক
আরও ১০ শ্রমিকও বেরিয়ে এলেন অন্ধকূপ থেকে। উদ্ধারকারীরা জানিয়েছেন, প্রত্যেকেই অত্যন্ত ফুরফুরে মেজাজে রয়েছেন।
#WATCH | Uttarkashi tunnel rescue | A worker involved in the rescue operation says, “Four workers have been rescued so far. Everyone is very happy…” pic.twitter.com/CsGDbytsAg
— ANI (@ANI) November 28, 2023
-
উদ্ধার প্রথম শ্রমিক
সংবাদ সংস্থা এএনআই-এর প্রতিবেদন অনুযায়ী, সুড়ঙ্গের অন্ধকার থেকে বের করে আনা হয়েছে প্রথম শ্রমিককে। শ্রমিকদের শরীর-স্বাস্থ্য এবং বয়সের ভিত্তিতে ঠিক করা হচ্ছে। যাদের বয়স বেশি এবং যারা বেশি অসুস্থ, তাদেরকেই উদ্ধারের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
-
১৭ দিন পর আলোয় ফেরা
১৭ দিন পর মুক্তির শ্বাস নিতে চলেছেন আটকে থাকা ৪১ জন শ্রমিক। ফের একবার সুড়ঙ্গে ধস নামায়, মঙ্গলবার সন্ধ্যায় থমকে গিয়েছিল উদ্ধারকাজ। এবার অবশেষে পাইপের মাধ্যমে এক এক করে শ্রমিকদের বাইরে বের করে আনার কাজ শুরু হল। সকলকে বাইরে বের করতে ২ থেকে ৩ ঘণ্টা সময় লাগবে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা।
-
ফের ধস!
সূত্রের খবর, সুড়ঙ্গের ভিতরে কিছুটা দূরে ফের ধস নেমেছে। আর সেই কারণেই উদ্ধারকাজে কিছুটা দেরি হচ্ছে।
-
দুর্ঘটনাস্থল ছাড়লেন ধামি
দুর্ঘটনাস্থল ছাড়লেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। সুড়ঙ্গের মুখে এখনও অপেক্ষায় আটকে থাকা শ্রমিকদের পরিজনরা। কোনওরকম তাড়াহুড়ে করতে নারাজ উদ্ধারকারীরা। কোনওভাবে ফের সুড়ঙ্গে ধস নামলে, আটকে থাকা শ্রমিকদের পাশপাশি, উদ্ধারকারীরাও বিপদে পড়বেন। তাই চূড়ান্ত সতর্কতার সঙ্গে কাজ করা হচ্ছে।
#WATCH | Uttarakhand Chief Minister Pushkar Singh Dhami leaves from the site of Silkyara tunnel rescue. pic.twitter.com/NnX4kNNkOA
— ANI (@ANI) November 28, 2023
-
বাংলার শ্রমিকদের ঘরে ফেরাতে আসছে বিশেষ দল
আটকে থাকা ৪১ শ্রমিকের মধ্যে বাংলা থেকে আছেন ৩ জন শ্রমিক। উদ্ধারকাজ গতি পেতেই, তাঁদের ঘরে ফেরাতে বিশেষ উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ সরকার। এর জন্য দিল্লি থেকে বাংলার সরকারের তিন প্রতিনিধির একটি দল উত্তরাখণ্ডের উদ্দেশে রওনা হয়েছেন।
-
মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে চলছে শেষ মুহূর্তের উদ্ধারকাজ
ঘটনাস্থলে এসে পৌঁছেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি, কেন্দ্রীয় মন্ত্রী ভিকে সিং এবং প্রধানমন্ত্রীর দফতরের প্রাক্তন সচিব ভাস্কর খুলাবে।
-
কিছুটা বেঁকে গিয়েছিল পাইপ
যে পাইপের মধ্য দিয়ে শ্রমিকদের বের করা হবে, সেই পাইপটির সামনের অংশ বেঁকে গিয়েছিল বলে জানা গিয়েছে। যে অগার মেশিটি ভেঙে গিয়েছিল, তার ভাঙা অংশ বের করার সময় পাইপটির কিছুটা ক্ষতি হয়। এনডিআরএফ-এর সদস্যরা জানিয়েছেন, অগার মেশইনের অংশগুলি বের করার সময়, পাইপের সামনের অংশটি কিছুটা বেঁকে গিয়েছিল। সেই অংশটি ফের কেটে নতুন পাইপ বসানো হচ্ছে।
-
অন্ধকূপে কাজের অভিজ্ঞতা
অন্ধকার সুড়ঙ্গে অক্সিজেনও নেই বললেই চলে। তার মধ্যে ড্রিল মেশিন নিয়ে কাজের অভিজ্ঞতা কেমন ছিল? কী জানাচ্ছেন উদ্ধারকর্মীরা?
-
অনেকটা এগিয়েছি, কিন্তু এখনও…
উত্তরকাশীর সুড়ঙ্গ উদ্ধারে দায়িত্বপ্রাপ্ত অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসনাইন জানিয়েছেন, কাজ অনেকটা এগোলেও, এখনও শ্রমিকদের কাছে পৌঁছনো যায়নি। হাতে হাতে কাজ চলছে। ধ্বংসস্তুপের মধ্য দিয়ে ৫৮ মিটারে খনন করে করা হয়েছে। ধ্বংসাবশেষ সরিয়ে ফেলার কাজও সম্পূর্ণ হয়েছে। তাঁর মতে, আরও ২ মিটার খননের পর, পাইপ বসানোর কাজ শেষ হয়েছে বলা যেতে পারে। ভিতরে আটকে পড়া শ্রমিকরা জানিয়েছেন, তারা খনন করার শব্দ শুনতে পাচ্ছেন।
#WATCH | Uttarkashi (Uttarakhand) tunnel rescue | Lieutenant General (Retd.) Syed Ata Hasnain, Member, NDMA, says “We are near a breakthrough but not yet there. Manual work has carried on and we have reached 58 metres. The debris had been cut and the work was going on the entire… pic.twitter.com/u07ybYpjgU
— ANI (@ANI) November 28, 2023
-
তৈরি চিনুক
সিল্কিয়ারা টানেল থেকে উদ্ধারের পর শ্রমিকদের প্রয়োজনে উড়িয়ে নিয়ে যেতে চিনিয়ালিসাউর এয়ারস্ট্রিপে দাঁড় করানো রয়েছে একটি চিনুক হেলিকপ্টার।
Uttarkashi tunnel rescue | Chinook helicopter present at Chinyalisaur airstrip to airlift the workers after their rescue from Silkyara tunnel. pic.twitter.com/c2MUPd0JyH
— ANI (@ANI) November 28, 2023
-
উদ্ধার অভিযানের এই মুহূর্তের ছবি
উদ্ধার অভিযানের এই মুহূর্তের ছবিতে দেখা যাচ্ছে, সুড়ঙ্গে পাইপ বসানোর কাজ শেষ। তার মধ্যে এই মুহূর্তে দড়ি বসানোর কাজ চলছে। ওই দড়ির সঙ্গে স্ট্রেচার লাগিয়েই টেনে টেনে শ্রমিকদের বাইরে বের করে আনা হবে।
#WATCH | Uttarkashi tunnel rescue | Operation intensifies to rescue the 41 workers trapped inside the Silkyara tunnel. CM Pushkar Singh Dhami tweeted that the work of inserting the pipe inside the tunnel is complete and all the workers will be rescued soon. pic.twitter.com/a7iE6R9yEs
— ANI (@ANI) November 28, 2023
Uttarakhand | Latest picture of Uttarkashi Tunnel rescue operation that is underway to rescue the 41 trapped workers pic.twitter.com/PSF7jWcXNo
— ANI (@ANI) November 28, 2023
-
সুড়ঙ্গে অস্থায়ী হাসপাতাল
উত্তরকাশীর সুড়ঙ্গের ভিতরও একটি অস্থায়ী হাসপাতাল তৈরি করা হয়েছে। বিস্তারিত পড়ুন – সুড়ঙ্গের ভিতরেই অস্থায়ী হাসপাতাল, শেষ মুহূর্তের অভিযানে সাত দফা পরিকল্পনা NDRF-এর
-
তৈরি ঋষিকেশ এইমস-ও
ঋষিকেশের এইমস হাসপাতালের সহকারী অধ্যাপক ড. নরিন্দর কুমার জানিয়েছেন, উত্তরকাশী জেলা হাসপাতালে চিকিৎসার পরও যদি আটকে থাকা শ্রমিকদের চিকিৎসার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে তাদের এইমস ঋষিকেশে আনা হবে। সেখানকার ট্রমা সেন্টারে ২০টি শয্যা এবং আইসিইউ-তে আরও কয়েকটি শয্যা রাখা হয়েছে।
-
উত্তরকাশী পৌঁছলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধি দল
বাংলার তিন শ্রমিক আটকে রয়েছেন উত্তরকাশীর টানেলে। মঙ্গলবার সন্ধ্যার মধ্যেই তাঁদের বের করা হবে বলে শোনা যাচ্ছে। এই পরিস্থিতিতে বাংলার শ্রমিকদের উদ্ধার করে ফিরিয়ে আনার জন্য রওনা হয়েছে রাজ্যের প্রতিনিধি দল।
বিস্তারিত পড়ুন: তিন শ্রমিককে বাড়ি ফেরাতে উত্তরকাশী পৌঁছলেন রাজ্য সরকারের প্রতিনিধিরা
-
সুড়ঙ্গে পাইপ বসানোর কাজ সম্পূর্ণ
সুড়ঙ্গে পাইপ বসানোর কাজ সম্পূর্ণ হয়েছে বলে জানালেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। সোশ্যাল মিডিয়ায় তিনি হিন্দিতে লিখেছেন, “বাবা বউখ নাগজির অশেষ কৃপা, কোটি কোটি দেশবাসীর প্রার্থনা এবং উদ্ধারকাজে নিয়োজিত উদ্ধারকারী দলের সকল সদস্যের অক্লান্ত পরিশ্রমের ফলে শ্রমিকদের বের করে আনার জন্য সুড়ঙ্গে পাইপ বসানোর কাজ সম্পন্ন হয়েছে। শিগগিরই সব শ্রমিক ভাইদের বের করে আনা হবে।”
बाबा बौख नाग जी की असीम कृपा, करोड़ों देशवासियों की प्रार्थना एवं रेस्क्यू ऑपरेशन में लगे सभी बचाव दलों के अथक परिश्रम के फलस्वरूप श्रमिकों को बाहर निकालने के लिए टनल में पाइप डालने का कार्य पूरा हो चुका है। शीघ्र ही सभी श्रमिक भाइयों को बाहर निकाल लिया जाएगा।
— Pushkar Singh Dhami (@pushkardhami) November 28, 2023
-
সুড়ঙ্গের বাইরে প্রার্থনা
শেষ মুহূর্তে যাতে আরও কোনও সমস্যা না হয়, তার জন্য সুড়ঙ্গের বাইরে প্রার্থনা করছেন আটকে থাকা শ্রমিকদের পরিজনরা।
-
সুড়ঙ্গে মুখ্যমন্ত্রী
এদিন সকালে সুড়ঙ্গে উদ্ধা অভিযান পরিদর্শন করতে এসেছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমমন্ত্রী পুষ্কর সিং ধামিও।
-
সুড়ঙ্গে এনডিআরএফ-এর দল
সুড়ঙ্গে প্রবেশ করলেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি দল। সুড়ঙ্গের ভিতর নিয়ে যাওয়া হল একটি অ্যাম্বুল্যান্সও।
#WATCH | Uttarkashi tunnel rescue | NDRF personnel at the entrance of the Slikyara tunnel. As per the latest update, the pipe has been inserted up to 55.3 metres and one more pipe has to be welded and pushed in. pic.twitter.com/i1AsTRfXfT
— ANI (@ANI) November 28, 2023
#WATCH | Uttarkashi tunnel rescue | An ambulance being taken inside the tunnel. As per the latest update, pipe has been inserted up to 55.3 metres. pic.twitter.com/ULnuwq2RrS
— ANI (@ANI) November 28, 2023
-
পুজোয় বিদেশি বিশেষজ্ঞ
এদিকে, সুড়ঙ্গের বাইরে যে অস্থায়ী মন্দির রয়েছে, তার সমনে পুরোহিতদের সঙ্গে পুজোয় যোগ দিয়েছেন বিদেশি খনন বিশেষজ্ঞ আর্নল্ড ডিস্ক।
#WATCH | Uttarkashi (Uttarakhand) tunnel rescue | International Tunneling Expert, Arnold Dix joins a priest in praying for the safe evacuation of 41 workers trapped inside the Silkyara tunnel. pic.twitter.com/8DZH95SN8x
— ANI (@ANI) November 28, 2023
-
চিন্তা আবহাওয়া নিয়ে
উদ্ধারকাজ জোর কদমে চললেও, চিন্তায় রাখছে আবহাওয়া। দ্রুত অন্ধকার নেমে আসছে পাহাড়ে। আর পাহাড়ে অন্ধকার নামা মানেই আবহাওয়ার খামখেয়ালি শুরু হওয়া। হঠাৎ বৃষ্টি নেমে উদ্ধার কাজ ব্যহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ওই অঞ্চলে বষ্টি হলে রাতের দিকে ২ ইঞ্চি পুরু বরফ জমে যায় বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
-
তৈরি পরিবারবর্গ
উদ্ধারকারীরা কোনও সময়সীমা না দিলেও, সূত্রের খবর তৈরি থাকতে বলা হয়েছে শ্রমিকদের পরিবারবর্গকে। শ্রমিকদের ব্যাগপত্র এবং পোশাক নয়ে আসতে বলা হয়েছে তাঁদের।
-
আশাবাদী বিশেষজ্ঞরা
মাইক্রো টানেলিং বিশেষজ্ঞ ক্রিস কুপার বলেছেন, “আমরা এখনও খনন করে চলেছি। আরও কয়েক মিটার যেতে হবে। বিকাল ৫টার মধ্যে কিছু ফলাফল আসবে বলে আশা করছি। আর ২-৩ মিটার বাকি আছে। উদ্ধার অভিযান শেষ হতে পারে আর ঘণ্টা তিনেকের মধ্যেই।” আরেক বিশেষজ্ঞ আর্নল্ড ডিক্স বলেছেন, “উদ্ধার অভিযান সম্পর্কে আমি বেশ ভালো বোধ করছি। এর আগে আমি কখনও বলিনি যে আমার ভালো লাগছে।” আটকে পড়া শ্রমিকদের অবস্থা সম্পর্কে তিনি বলেন, “আমি শুনেছি ওঁরা ক্রিকেট খেলছেন।”
-
চিকিৎসকরাও সুড়ঙ্গের মুখে
অ্যাম্বুলেন্সগুলিতে রয়েছে প্রয়োজনীয় সমস্ত চিকিৎসা সরঞ্জাম। সুড়ঙ্গ এলাকায় চিকিৎসকদের একটি দলকেও আনা হয়েছে। উদ্ধারের পর প্রথমে শ্রমিকদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে চিনিয়ালিসাউর হাসপাতালে। সেখানে ৪১ শয্যার একটি পৃথক ওয়ার্ড তৈরি রাখা হয়েছে।
-
ফের আসছে অ্যাম্বুলেন্স
ফের সুড়ঙ্গের সামনে নিয়ে আসা হচ্ছে অ্যাম্বুলেন্স। এর আগে, ২২ নভেম্বর ৪১ শ্রমিককে উদ্ধারের খুব কাছে পৌঁছে গিয়েছিলেন উদ্ধারকারীরা। সেই দিনও ৪০ থেকে ৫০টি অ্যাম্বুলেন্স আনা হয়েছিল সুড়ঙ্গের মুখে। এদিন আবার সুড়ঙ্গের মুখে আসছে অ্যাম্বুলেন্স।
#WATCH | Uttarkashi (Uttarakhand) tunnel rescue | Several ambulances enter the Silkyara tunnel. NDRF, SDRF and several other agencies continue to be at the spot. pic.twitter.com/qwbZIjFjcj
— ANI (@ANI) November 28, 2023
-
সন্ধ্যের পরেই সুখবর?
আজ সন্ধ্যের পরেই আসতে পারে সুখবর। ইতিমধ্যেই ৫৫.৩ মিটার পাইপ বসে গিয়েছে। চলছে শেষ পর্যায়ের পাইপ বসানোর কাজ।
Published On - Nov 28,2023 1:43 PM