Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Railways: স্পিডে ‘ফার্স্ট বয়’ বন্দে ভারত, দ্বিতীয়-তৃতীয় স্থানে কোন কোন ট্রেন আছে, জানেন?

Railways: দৈনিক ১৩ হাজার ট্রেন চলে। সরকারেরও রাজস্বের একটা বড় অংশ আসে রেলওয়ের আয় থেকেই। ফলে দেশের অর্থনীতির শিরদাঁড়াও বলা চলে রেলওয়েকে।

Railways: স্পিডে 'ফার্স্ট বয়' বন্দে ভারত, দ্বিতীয়-তৃতীয় স্থানে কোন কোন ট্রেন আছে, জানেন?
ফাইল চিত্র।Image Credit source: X
Follow Us:
| Updated on: Apr 05, 2025 | 2:34 PM

নয়া দিল্লি: বিশ্বের সবথেকে বড় রেল নেটওয়ার্কের মধ্যে প্রথম পাঁচেই থাকে ভারতীয় রেলওয়ের (Indian Railways) নাম। প্রতিদিন লাখ লাখ মানুষ ভারতীয় রেলওয়ের ট্রেনে চেপে যাতায়াত করেন। দৈনিক ১৩ হাজার ট্রেন চলে। সরকারেরও রাজস্বের একটা বড় অংশ আসে রেলওয়ের আয় থেকেই। ফলে দেশের অর্থনীতির শিরদাঁড়াও বলা চলে রেলওয়েকে। যাত্রীদের মধ্যে পছন্দের ট্রেন রয়েছে অনেক। সবথেকে জনপ্রিয় যেমন ট্রেন রয়েছে, তেমনই দ্রুতগতিরও ট্রেন রয়েছে প্রচুর। বর্তমানে গতি বা স্পিডের দিক থেকে ফার্স্ট বয় বন্দে ভারত এক্সপ্রেস। এর পরের র‌্যাঙ্কে কোন ট্রেনগুলি রয়েছে জানেন?

১. বন্দে ভারত এক্সপ্রেস- দেশের সবথেকে দ্রুত ট্রেন হল বন্দে ভারত এক্সপ্রেস। সেমি হাইস্পিড এই ট্রেনে বিশ্বমানের পরিষেবা পাওয়া যায়। বন্দে ভারতের গতি কত জানেন? ঘণ্টায় ১৮০ কিলোমিটার। তবে এই স্পিড নির্দিষ্ট কিছু রুটেই রয়েছে।

২. গতিমান এক্সপ্রেস- দ্বিতীয় স্থানেই রয়েছে গতিমান এক্সপ্রেস। ২০১৬ সালে পথচলা শুরু এই ট্রেনের। এটি দেশের প্রথম সেমি-হাইস্পিড ট্রেন ছিল। এই ট্রেনের গতি ঘণ্টায় ১৬০ কিলোমিটার। এই ট্রেনে বায়োটয়েলেট থেকে শুরু করে অত্য়াধুনিক নানা ফিচার্স রয়েছে। এই ট্রেনেই আবার ট্রেন হস্টেস রয়েছে। পাশাপাশি পাওয়া যায় গরমেট মিল-ও।

৩. শতাব্দী এক্সপ্রেস- স্পিডের দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে শতাব্দী এক্সপ্রেস। ১৯৮৮ সালে এই ট্রেন চালু হয়েছিল। বহু পুরনো হলেও, গতিতে হার মানায় বাকি ট্রেনগুলিকে। ঘণ্টায় ১৫০ কিলোমিটার সর্বোচ্চ বেগ শতাব্দী এক্সপ্রেসের।

৪. রাজধানী এক্সপ্রেস- চতুর্থ স্থানেই রয়েছে দেশের অন্যতম প্রিমিয়াম ট্রেন, রাজধানী এক্সপ্রেস। রাজধানী দিল্লি থেকে মুম্বই, কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরুর মতো একাধিক শহরকে জুড়েছে এই ট্রেন। এই ট্রেনের গতিবেগ ঘণ্টায় ১৪০ কিলোমিটার।

৫. দুরন্ত এক্সপ্রেস- নন-স্টপ ট্রেন হিসাবেই এই ট্রেন চালু করা হয়েছিল। ঘণ্টায় ১৩০ কিলোমিটার গতিবেগ এই ট্রেনের।

৬. তেজাস এক্সপ্রেস- এটি দেশের প্রথম সেমি প্রাইভেট ট্রেন। পার্সোনাল এন্টারটেনমেন্ট সিস্টেম, আধুনিক বায়ো-টয়লেট, ভাল ক্য়াটারিং পরিষেবার সুবিধা রয়েছে এই ট্রেনে। ঘণ্টায় ১৩০ কিলোমিটার বেগে ছোটে এই ট্রেন।

৭. হাওড়া-নয়া দিল্লি রাজধানী এক্সপ্রেস– দেশের অন্যতম জনপ্রিয় ট্রেন এটি। যাত্রীদের মধ্যেও ব্যাপক চাহিদা এই ট্রেনের। ঘণ্টায় ১৩০ কিলোমিটার গতি এই ট্রেনের।

৮. হামসফর এক্সপ্রেস- সম্পূর্ণ এয়ার কন্ডিশনড ট্রেন এটি। সিসিটিভি থেকে বায়ো টয়লেট, অত্যাধুনিক যাবতীয় ফিচার্স রয়েছে এই ট্রেনে।