AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vande Bharat Sleeper train: ১২০টি বন্দে ভারত তৈরির চুক্তি ভারতের, থাকছে রাশিয়া যোগ

Vande Bharat Sleeper train: শুধু তৈরি করাই নয়, ৩৫ বছর ধরে রক্ষণাবেক্ষণের দায়িত্বও নেবে সংস্থা। এই চুক্তি থেকে ঠিক ২ বছর প্রথম স্লিপার ট্রেনের রেক নামবে ট্র্যাকে। ভারত ও রাশিয়া- দুই দেশই কিনেট রেলওয়ে সলিউশনের অংশ।

Vande Bharat Sleeper train: ১২০টি বন্দে ভারত তৈরির চুক্তি ভারতের, থাকছে রাশিয়া যোগ
ফাইল ছবিImage Credit: Facebook
| Edited By: | Updated on: Sep 30, 2023 | 6:00 AM
Share

নয়া দিল্লি: বন্দে ভারত ট্রেন নিয়ে প্রত্যেকের উৎসাহ তুঙ্গে। কম সময়ে অনেক বেশি দূরত্ব অতিক্রম করে এই ট্রেন, ফলে সাধারণ মানুষের জন্য তা অনেক সুবিধাজনক। এবার যাত্রীরা অপেক্ষায় রয়েছেন, কবে ট্র্যাকে চলবে বন্দে ভারত স্লিপার ট্রেন। রেল সূত্রে খবর, ইন্দো-রাশিয়া যৌথ উদ্যোগে তৈরি কিনেট রেলওয়ে সলিউশনের সঙ্গে চুক্তি করেছে ভারত। ওই সংস্থাই তৈরি করবে বন্দে ভারত-এর স্লিপার ট্রেন।

জানা গিয়েছে, কিনেট রেলওয়ে সলিউশন ১২০টি বন্দে ভারত তৈরি করবে। শুধু তৈরি করাই নয়, ৩৫ বছর ধরে রক্ষণাবেক্ষণের দায়িত্বও নেবে তারা। এই চুক্তি থেকে ঠিক ২ বছর প্রথম স্লিপার ট্রেনের রেক নামবে ট্র্যাকে।

ভারত ও রাশিয়া- দুই দেশই কিনেট রেলওয়ে সলিউশনের অংশ। এ ক্ষেত্রে ভারতের রেল বিকাশ নিগম লিমিটেড ও রাশিয়ার লোকোমোটিভ ইলেকট্রনিক সিস্টেম ও মেট্রোওয়াগনমাস যৌথভাবে কাজ করে। আমেরিকা যখন রাশিয়ার বিভিন্ন সংস্থার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে, তখন ভারতের এই চুক্তি তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞরা।

তবে কিনেট সলিউশন মনে করছে, নিষেধাজ্ঞার কোনও প্রভাব পড়বে না বন্দে ভারত তৈরির ক্ষেত্রে। নির্দিষ্ট সময়েই ট্রেন তৈরি হয়ে যাবে বলে উল্লেখ করা হয়েছে।