AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

2000 Note: ২০০০ টাকার নোট বদলের সময় কী বাড়ছে? কী জানাল RBI?

RBI: ৩০ সেপ্টেম্বর, ২০২৩-এর পর আর ২০০০ টাকার নোট দিয়ে লেনদেন, এমনকি ব্যাঙ্কেও জমা দেওয়া যাবে না বলে আগেই জানিয়েছিল আরবিআই। কিন্তু, তারপরেও সময়সীমা বাড়বে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছিল। অবশেষে নির্ধারিত দিনের প্রাক্কালে বিবৃতি দিয়ে এই প্রশ্নের জবাব দিল রিজার্ভ ব্যাঙ্ক।

2000 Note: ২০০০ টাকার নোট বদলের সময় কী বাড়ছে? কী জানাল RBI?
প্রতীকী ছবি।
| Edited By: | Updated on: Sep 29, 2023 | 10:43 PM
Share

নয়া দিল্লি: ২০০০ টাকার নোট এখনও বাড়িতে রয়েছে? যদি থাকে তাহলে শীঘ্রই ব্যাঙ্কে জমা দিন। আগামিকাল অর্থাৎ ৩০ সেপ্টেম্বর, শনিবারই ২০০০ টাকার নোট বদলের শেষ দিন। এরপর আর সময়সীমা বাড়ানো হবে না। শুক্রবার একথা স্পষ্ট জানিয়ে দিল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (RBI)।

৩০ সেপ্টেম্বর, ২০২৩-এর পর আর ২০০০ টাকার নোট দিয়ে লেনদেন, এমনকি ব্যাঙ্কেও জমা দেওয়া যাবে না বলে আগেই জানিয়েছিল আরবিআই। কিন্তু, তারপরেও সময়সীমা বাড়বে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছিল। অবশেষে নির্ধারিত দিনের প্রাক্কালে বিবৃতি দিয়ে এই প্রশ্নের জবাব দিল রিজার্ভ ব্যাঙ্ক। ৩০ সেপ্টেম্বর, ২০২৩-এর মধ্যে ২০০০ টাকার নোট বদল করা না হলে আর সেটি ব্যাঙ্কেও জমা নেওয়া হবে না বলে জানিয়েছে আরবিআই।

বাজারে প্রচলিত ২০০০ টাকার নোটের ৯০ শতাংশ ব্যাঙ্কে ফিরে এসেছে বলে গত মাসের শুরুতে জানিয়েছিল আরবিআই। ইতিমধ্যে বাকি টাকাও ফিরে এসেছে এবং সেজন্যই নোট বদলের সময়সীমা আর বাড়ানো হচ্ছে না বলে ওয়াকিবহাল মহলের অনুমান।

প্রসঙ্গত, ২০১৯ সালে বিমুদ্রাকরণের সময়ই ২০০০ টাকার নোট নিয়ে আসে নরেন্দ্র মোদীর সরকার। কিন্তু, ২০০০ টাকার নোট ভাঙানোর ক্ষেত্রে সাধারণ মানুষকে যেমন অসুবিধার সম্মুখীন হয়ে হচ্ছিল, তেমনই এই নোট নিয়ে প্রতারণার ঘটনাও শুরু হয়েছিল। তারপর চলতি বছরের ১৯ মে আরবিআইয়ের তরফে বিবৃতি দিয়ে ২০০০ টাকা প্রত্যাহার করে নেওয়ার কথা ঘোষণা করা হয়। যে কোনও ব্যাঙ্কে এবং আরবিআই-এর আঞ্চলিক শাখাগুলিতে ৩০ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত ২০০০ টাকার নোট বিনিময়ের সুযোগ দেওয়া হয়।