Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

VIDEO: হিঁচড়ে নিয়ে যাচ্ছিল ট্রেন, দেবদূতের মতো প্রাণের বাজি রেখে মহিলাকে বাঁচালেন RPF

Viral Video: সিগন্যাল লাল থাকা সত্ত্বেও, এক মহিলা ভারী ব্যাগ নিয়ে রেললাইনের উপর দিয়ে হেঁটে একদিকের প্ল্যাটফর্ম থেকে অন্যদিকে যাচ্ছিলেন। সেই সময়ই এসে পড়ে ট্রেনটি। ওই মহিলা সঙ্গে থাকা ব্যাগটিকে স্টেশনে ছুড়ে দেন। নিজে ওঠার চেষ্টা করলেও, ব্যর্থ হন।

VIDEO: হিঁচড়ে নিয়ে যাচ্ছিল ট্রেন, দেবদূতের মতো প্রাণের বাজি রেখে মহিলাকে বাঁচালেন RPF
দেখুন কীভাবে প্রাণ বাঁচালেন আরপিএফ কর্মী।Image Credit source: X
Follow Us:
| Updated on: Aug 29, 2024 | 10:28 AM

মুম্বই: ওভারব্রিজ থাকা সত্ত্বেও প্রাণের ঝুঁকি নিয়ে রেললাইন পারাপার। ট্রেনে ধাক্কা খেলেন মহিলা। মৃত্যু প্রায় নিশ্চিত, সেই সময়ই দেবদূতের মতো হাজির হলেন রেলওয়ে প্রোটেকশন ফোর্সের এক কর্মী। প্রাণের ঝুঁকি নিয়েই,  তৎপরতার সঙ্গে রেললাইন থেকে কোনওক্রমে টেনে তোলেন ওই মহিলাকে। প্ল্যাটফর্মের সিসিটিভিতেই ধরা পড়েছে গোটা বিষয়টি। সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল সেই ভিডিয়ো। সকলেই ওই আরপিএফ কর্মীর সাহসিকতাকে সাধুবাদ জানিয়েছেন।

বুধবার ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের জলগাঁও রেল স্টেশনে। ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে, সিগন্যাল লাল থাকা সত্ত্বেও, এক মহিলা ভারী ব্যাগ নিয়ে রেললাইনের উপর দিয়ে হেঁটে একদিকের প্ল্যাটফর্ম থেকে অন্যদিকে যাচ্ছিলেন। সেই সময়ই এসে পড়ে ট্রেনটি। ওই মহিলা সঙ্গে থাকা ব্যাগটিকে স্টেশনে ছুড়ে দেন। নিজে ওঠার চেষ্টা করলেও, ব্যর্থ হন।

সেইসময়ই প্ল্যাটফর্মে চলে আসে ট্রেনটি। এক আরপিএফ কর্মী দেখতে পেয়েই ছুটে আসেন। হাত বাড়িয়ে ওই মহিলাকে টেনে তোলার চেষ্টাও করেন। কিন্তু ততক্ষণে ট্রেন এসে ধাক্কা মারে মহিলাকে। প্ল্যাটফর্ম ও ট্রেনের মাঝে আটকা পড়েন ওই মহিলা। ওই অবস্থাতেই বেশ কিছুটা টেনে হিঁচড়ে নিয়ে যায় ট্রেন।

চাঙ্গো পাটিল নামক ওই আরপিএফ কর্মী কিন্তু থেমে থাকেননি। দৌঁড়ে তিনি আবার ওই মহিলাকে টেনে তোলেন। এরপর বাকি পুলিশকর্মী ও যাত্রীরাও ছুটে আসেন এবং ওই মহিলাকে উদ্ধার করেন। আহত ওই মহিলা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)