Viral Video: গাড়ির ধাক্কায় শূন্যে উড়লেন ডাক্তারবাবু

Viral Video: রবিবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন ডাক্তারবাবু। তারপর গাড়ির ধাক্কায় উড়লেন শূন্যে।

Viral Video: গাড়ির ধাক্কায় শূন্যে উড়লেন ডাক্তারবাবু
ছবি সৌজন্যে: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Mar 11, 2023 | 2:26 PM

পুনে: সকালে হাঁটতে বেরোনো স্বাস্থ্যকর অভ্যাস। অনেকেই এই ব্যস্তময় জীবনে সেই অভ্যাস মেনে চলেন। এই নিয়ম ভাঙেন না বলিরাম ডাক্তারবাবুও। গত রবিবারও নিয়মমাফিক প্রাতঃভ্রমণে (Morning Walk) বেরিয়েছিলেন তিনি। সেখানেই ভয়াবহ দুর্ঘটনার মুখোমুখি হলেন ডাক্তারবাবু। সাত সকালে দ্রুত গতিতে একটি গাড়ি এসে পিছন থেকে ধাক্কা মারে তাঁকে। আর তিনি মাটিকে ছিটকে পড়েন। পিমরি চিনওয়া়ড়ে এই ঘটনা ঘটেছে। রাস্তার সিসিটিভি ফুটেজে (CCTV Footage) ধরা পড়েছে গোটা ঘটনা।

গত রবিবার, ৫ মার্চ প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন ৪৭ বছর বয়সী বলিরাম গাধভি। তিনি পেশায় একজন ডাক্তার। কালেওয়াড়ি বিআরটি লাইনের কাছেই হাঁটতে বেরিয়েছিলেন তিনি। কিছুদূর হাঁটার পর একটি গাড়ি পিছন থেকে সজোরে ধাক্কা মারে তাঁকে। আর এর প্রতিঘাতেই তিনি শূন্যে প্রায় ৫ ফুট উড়ে যান। এই দুর্ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয় জনগণ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। দেরি না করে, সময়মতো নিয়ে যাওয়ায় প্রাণে বেঁচে গিয়েছেন তিনি। বর্তমানে হাসপাতালেই চিকিৎসাধীন ডাক্তারবাবু।

এদিকে পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। তবে দুর্ঘটনার পরই ঘটনাস্থল থেকে পলাতক গাড়ির চালক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এদিকে এই ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, হালকা দৌড়ে দৌড়ে যাচ্ছেন ডাক্তারবাবু। তখনি একটি গাড়ি তাঁকে ধাক্কা মেরে বেরিয়ে যায়। তিনি উড়ে গিয়ে ফুটপাথের ধারে মাটিতে পড়েন। সঙ্গে সঙ্গে সেখানে উপস্থতি মানুষদের ছুটে যেতে দেখা যায় ওই ভিডিয়োতে। সঠিক সময়ে চিকিৎসা পেয়ে আপাতত প্রাণে বেঁচে গিয়েছেন বলিরাম।