New Parliament: ঝাঁ চকচকে সংসদের ছাদ থেকে টুপটুপ করে পড়ছে জল! বাইরে বেরলেও ডুববে গোড়ালি, নতুন সংসদের এ কী হাল
Water Logging: গত বছরের বিশেষ অধিবেশনেই নয়া সংসদ ভবনে পা রেখেছিলেন সাংসদরা। বছর ঘুরতে না ঘুরতেই সেই সংসদ ভবনের ছাদ ফুটো। ভিভিআইপি অলিন্দে ছাদ চুঁইয়ে জল পড়ছে। রাষ্ট্রপতি যে করিডর দিয়ে সংসদে আসেন, সেই করিডরে ছাদ থেকেও জল পড়ছে।
নয়া দিল্লি: ২ বছরও কাটেনি নতুন সংসদ ভবন তৈরি হয়েছে। এর মধ্যেই ছাদ ফুটো! দিল্লিতে ভারী বৃষ্টি নামতেই জলে ডুবল নতুন সংসদ ভবন। রাষ্ট্রপতি যে পথ ধরে সংসদ ভবনে আসেন, সেখানে জল জমেছে। সংসদ ভবনের ভিতরেও একাধিক জায়গায় ছাদ থেকে জল চুঁইয়ে পড়ছে। বালতি পেতে রাখা হয়েছে জল ধরতে। কংগ্রেসের তরফে এই ভিডিয়ো শেয়ার করা হয়েছে। এরপরই উঠেছে সমালোচনার ঝড়।
গত বছরের বিশেষ অধিবেশনেই নয়া সংসদ ভবনে পা রেখেছিলেন সাংসদরা। বছর ঘুরতে না ঘুরতেই সেই সংসদ ভবনের ছাদ ফুটো। ভিভিআইপি অলিন্দে ছাদ চুঁইয়ে জল পড়ছে। রাষ্ট্রপতি যে করিডর দিয়ে সংসদে আসেন, সেই করিডরে ছাদ থেকেও জল পড়ছে।
The New Parliament Roof is Leaking… The New Parliament is Water Logged..
₹971 Crore of Tax Payer’s money literally going down the drain…
Every Roof built by this government, from New Parliament to Ram Mandir is leaking… No hope for the common man.. Time to change this Leaky… pic.twitter.com/e32E3E7MYU
— 𝐑𝐢𝐣𝐮 𝐃𝐮𝐭𝐭𝐚 (@DrRijuDutta_TMC) August 1, 2024
কংগ্রেসের তরফে এই ভিডিয়ো শেয়ার করেই প্রশ্ন তোলা হয়েছে যে দেশের করদাতাদের অর্থ থেকে ৯৭১ কোটি টাকা খরচ করে নতুন সংসদ ভবন তৈরি করা হয়েছে, এক বছর কাটতে না কাটতেই সেই সংসদ ভবনের ছাদ থেকে জল পড়ছে, সংসদ চত্বরে জল জমছে। করদাতাদের টাকা জলে গিয়েছে বলেই অভিযোগ তোলা হয়েছে।
When our ‘new’ parliament building is water-logged, what chance do we the citizens have? Frankly, the haste with which the new building was constructed, singularly unaesthetic and with no character , while the wonderfully distinctive and charming old parliament building and… pic.twitter.com/vlmQ6W6BoW
— Rajdeep Sardesai (@sardesairajdeep) August 1, 2024
সংসদ ভবনের সামগ্রিক পরিকাঠামো নিয়ে দ্রুত পর্যালোচনার দাবি জানিয়ে আজ সংসদে একাধিক মুলতবি প্রস্তাব জমা দেন কংগ্রেস সাংসদরা।