সংসদে জঙ্গি হামলার ১৯ বছর পার, ‘কোনওদিন ভুলব না’ টুইট মোদীর

প্রধানমন্ত্রী লেখেন, 'আমরা সেইসব বীরের বলিদানকে স্মরণ করব, যাঁরা নিজেদের প্রাণ দিয়ে সংসদকে রক্ষা করেছিলেন। ভারত চিরকাল তাঁদের প্রতি কৃতজ্ঞ থাকবে।'

সংসদে জঙ্গি হামলার ১৯ বছর পার, 'কোনওদিন ভুলব না' টুইট মোদীর
সংসদ হামলার ১৯ বছর পার।
Follow Us:
| Updated on: Dec 13, 2020 | 11:21 AM

নয়া দিল্লি: ভারতীয় সংসদে জঙ্গি হামলার (Indian parliament Attack) ১৯ বছর পার হল। সন্ত্রাসের সেই নৃশংস ছবিকে মনে করে রবিবার টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লেখেন, ‘২০০১ সালের এই দিনে সংসদে যে কাপুরুষের মতো হামলা করা হয়েছিল তা আমরা কোনওদিনই ভুলব না। আমরা সেইসব বীরের বলিদানকে স্মরণ করব, যাঁরা নিজেদের প্রাণ দিয়ে সংসদকে রক্ষা করেছিলেন। ভারত চিরকাল তাঁদের প্রতি কৃতজ্ঞ থাকবে।’

২০০১ সালের ১৩ ডিসেম্বর ভারতীয় সংসদে ঢুকে হামলা চালায় সন্ত্রাসবাদীরা। এই ঘটনায় নাম জড়ায় ‘পাক মদতপুষ্ট’ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা ও জইশ-ই-মহম্মদের। যদিও সেদিন নিজেদের প্রাণ দিয়ে দেশের সংসদ ভবনকে রক্ষা করেছিলেন দিল্লি পুলিসের পাঁচ বীর, সিআরপিএফ-এর এক মহিলা কর্মী এবং সংসদের দুই নিরাপত্তা কর্মী। বীরদর্পে খতম করেছিলেন পাঁচ জঙ্গিকে। এই ঘটনার মূল চক্রী হিসাবে গ্রেফতার করা হয়েছিল আফজল গুরুকে। ২০১৩ সালের ৯ ফেব্রুয়ারি ফাঁসি দেওয়া হয় তাকে।

এদিন সংসদ হামলায় শহিদদের শ্রদ্ধা জানিয়ে টুইট করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। লেখেন,’২০০১ সালে লোকতন্ত্রের মন্দির সংসদ ভবনে কাপুরুষোচিত হামলাকে যাঁরা রুখে দিয়েছিলেন সেই বীরপুত্রদের কোটি কোটি প্রণাম।’ টুইটারে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও।