Mamata Banerjee: ‘সিবিআই নিয়ে কিছু বলব না, সত্যটা সামনে আসুক’, বালেশ্বরের রেল দুর্ঘটনা প্রসঙ্গে বললেন মমতা
Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, 'আমি কোনও মন্তব্য করতে চাই না। এই সময়ে আমাদের মানুষের সঙ্গে থাকা উচিত, তাদের সাহায্য করা উচিত। সত্যিটা যেন ধামাচাপা না পড়ে যায়। এতগুলি জীবন গেল, এখন তর্ক-বিতর্ক করার সময় নয়। কীভাবে এটা হল, কীভাবে এতজনের মৃত্যু হল, সেই সত্যটা বাইরে আসুক, এটাই চাই।'
কটক: বালেশ্বরে ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনায় (Balasore Train Accident) আহতদের দেখতে মঙ্গলবার ফের ওড়িশায় গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কটকের হাসপাতালে ভর্তি আহতদের দেখতে যান তিনি। এদিকে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় ইতিমধ্যেই তদন্তভার গিয়েছে সিবিআইয়ের হাতে। সিবিআই গোয়েন্দাদের আজ থেকেই তদন্ত শুরু করার কথা। সেই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হলে এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। বললেন, ‘নো কমেন্টস। আমি চাই সত্যটা বেরিয়ে আসুক।’ মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আমি কোনও মন্তব্য করতে চাই না। এই সময়ে আমাদের মানুষের সঙ্গে থাকা উচিত, তাদের সাহায্য করা উচিত। সত্যিটা যেন ধামাচাপা না পড়ে যায়। এতগুলি জীবন গেল, এখন তর্ক-বিতর্ক করার সময় নয়। কীভাবে এটা হল, কীভাবে এতজনের মৃত্যু হল, সেই সত্যটা বাইরে আসুক, এটাই চাই।’
মঙ্গলবার কটকে রোগীদের পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, ওড়িশা সরকারের সঙ্গে একসঙ্গে কাজ চালাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। বললেন, ‘তারা (ওড়িশা সরকার) বিনা খরচে চিকিৎসা পরিষেবা দিচ্ছে। আমরাও আমাদের দিক থেকে কাজ চালাচ্ছি। তিন-চারটি ক্যাম্প তৈরি করা হয়েছে। বালেশ্বরে একটি ক্যাম্প তৈরি হয়েছে। ওড়িশা সীমানাতেও একটি ক্যাম্প তৈরি করা হয়েছে।’ মুখ্যমন্ত্রী জানালেন, রাজ্যের থেকে ইতিমধ্যেই ১০০টিরও বেশি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে ওড়িশায়। আইএএস, আইপিএস এবং অন্যান্য সরকারি আমলাদের মিলিয়ে পশ্চিমবঙ্গের ৪০ জন আধিকারিক ওড়িশায় রয়েছেন। রেল দুর্ঘটনায় আহতদের নিরন্তর পরিষেবা দেওয়ার জন্য চিকিৎসক ও নার্সদেরও ধন্যবাদ জানান মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী জানালেন, ওড়িশায় এ রাজ্যের মোট ৯৭ জন রোগী রয়েছেন। রেল দুর্ঘটনায় মৃতদের মধ্যে রাজ্যের ১০৩ জনের দেহ শনাক্ত করা সম্ভব হয়েছে। ৩১ জনের এখনও খোঁজ পাওয়া যায়নি বলেও জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।