Sukanta Majumdar: ‘বাংলার যা পরিস্থিতি…’, শাহি দরবার থেকে বেরিয়ে ৩৫৫ লাগুর দাবি নিয়ে বললেন সুকান্ত
Sukanta Majumdar: অমিত শাহর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সুকান্ত মজুমদার। পঞ্চায়েত ভোট নিয়ে তাঁকে একটি রিপোর্টও জমা দিয়েছেন সুকান্ত। বৈঠক শেষে বেরিয়ে বিজেপির রাজ্য় সভাপতি বললেন, 'বাংলায় যা পরিস্থিতি, তাতে যে কোনও মুহূর্তে ৩৫৫ ধারা লাগু হতে পারে। সেই পরিস্থিতি বাংলায় আছে।'
নয়া দিল্লি: ‘বাংলায় যা পরিস্থিতি, তাতে যে কোনও মুহূর্তে ৩৫৫ ধারা লাগু হতে পারে।’ দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বাসভবনে বৈঠক শেষে বেরিয়ে এই কথাই বললেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। আজ অমিত শাহর কাছে পঞ্চায়েতের হিংসার অভিযোগ নিয়ে একটি বিস্তারিত রিপোর্ট জমা দিয়েছেন সুকান্ত। বঙ্গ বিজেপির সভাপতি বললেন, ‘সমস্ত বিষয় তাঁকে জানানো হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সবকিছুর উপর নজর রাখছেন।’ বৈঠক শেষে বেরিয়ে সুকান্ত আশাবাদী, আগামী দিনে বাংলার জন্য ভাল কিছু হবে।
ভাল কিছু বলতে ঠিক কী বোঝাতে চাইছেন সুকান্ত? বঙ্গ বিজেপি কি আলাদা করে ৩৫৫ ধারা বা ৩৫৬ ধারার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছে? প্রশ্নে সরাসরি কোনও উত্তর করতে চাননি সুকান্ত। কিছুটা ধোঁয়াশা রেখেই বললেন, ‘এটি প্রশাসনিক সিদ্ধান্ত। সেটা নিশ্চয়ই স্বরাষ্ট্র মন্ত্রক ভাববে। এই নিয়ে বাইরে কিছু বলতে পারব না। তবে বাংলায় যা পরিস্থিতি, তাতে যে কোনও মুহূর্তে ৩৫৫ ধারা লাগু হতে পারে। সেই পরিস্থিতি বাংলায় আছে।’
সুকান্ত মজুমদার এদিন বৈঠক শেষে বেরিয়ে আরও জানিয়েছেন, অগস্টেই বাংলায় আসবেন অমিত শাহ। জনসভা ও সাংগঠনিক কর্মসূচি উভয়েই থাকবেন তিনি।
উল্লেখ্য, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও ইতিমধ্যে বলে দিয়েছেন, তিনি ৩৫৬ ধারার পক্ষপাতী নন। বরং, তিন মাসের জন্য ৩৫৫ ধারা জারি করে যাতে বাংলার গ্রামীণ এলাকাগুলিতে শান্তি ফেরানো যায়, সেই দাবি তুলেছেন তিনি। পঞ্চায়েত ভোটের পর থেকে বার বার ৩৫৫ ধারার দাবিতে সরব হচ্ছে বঙ্গ বিজেপি। এদিকে আগামী রবিবার কলকাতায় বঙ্গ বিজেপির পঞ্চায়েতের ফল নিয়ে এক পর্যালোচনা বৈঠকও রয়েছে। সেখানেও এই ৩৫৫ ধারার প্রসঙ্গ উঠে আসতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। যদিও বিজেপির অবস্থান শুভেন্দু অধিকারী আগেই স্পষ্ট করে দিয়েছেন, তাঁরা ভোটে জিতেই বাংলার ক্ষমতায় আসতে চান।