What India Thinks Today: সিনেমার পর ওটিটিতেও ধামাকা, সাফল্যের রহস্য শোনাবেন রবীনা
Raveena Tandon: নব্বইয়ের দশকে যাঁরা টানা বলিউড কাঁপিয়ে গিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম রবীনা ট্যান্ডন। তাঁর অভিনয় শৈলী ও নৃত্যশৈলী দিয়ে লাখ লাখ, কোটি কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছেন রবীনা। 'হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে'-র মঞ্চে একটি বিশেষ সেগমেন্ট রাখা হয়েছে 'ফিমেল প্রোটাগনিস্ট: দ্য নিউ হিরো'। সেই পর্বে দর্শকদের সঙ্গে নিজের মতামত ভাগ করে নেবেন রবীনা ট্যান্ডন।
দেশের এক নম্বর নিউজ় নেটওয়ার্ক টিভি নাইন আবার হাজির ফ্ল্যাগশিপ কনক্লেভ ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’ নিয়ে। প্রথম বছরে দুর্দান্ত সাফল্যের পর এবার দ্বিতীয় সংস্করণ। রাজধানী দিল্লির বুকে তিন দিন ব্যাপী এই মেগা কনক্লেভ চলছে ২৫ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’গ্লোবাল সামিটের মঞ্চকে নিজের উজ্জ্বল উপস্থিতির মাধ্যমে আলোর ছটায় ভরিয়ে তুলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও দেশ-বিদেশের বিভিন্ন বিশিষ্ট জনেরা অংশ নেবেন এই সামিটে। সামিটে নিজেদের মতামত তুলে ধরতে উপস্থিত থাকবেন বলিউডের অনেক তারকাও। সামিটের একটি পর্বে থাকছেন অভিনেত্রী কঙ্গনা রনাউত। এছাড়া বলিউডের খ্যাতনামা অভিনেত্রী রবীনা ট্যান্ডনও একটি বিশেষ পর্বে নিজের মতামত শেয়ার করবেন।
কবে, কোন পর্বে দেখা যাবে রবীনা ট্যান্ডনকে
নব্বইয়ের দশকে যাঁরা টানা বলিউড কাঁপিয়ে গিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম রবীনা ট্যান্ডন। তাঁর অভিনয় শৈলী ও নৃত্যশৈলী দিয়ে লাখ লাখ, কোটি কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছেন রবীনা। ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’-র মঞ্চে একটি বিশেষ সেগমেন্ট রাখা হয়েছে ‘ফিমেল প্রোটাগনিস্ট: দ্য নিউ হিরো’। সেই পর্বে দর্শকদের সঙ্গে নিজের মতামত ভাগ করে নেবেন রবীনা ট্যান্ডন। তাঁর অভিনীত সিনেমা, তাঁর ব্যক্তিগত জীবনের বিভিন্ন খুঁটিনাটি এবং তাঁর সাফল্যের রহস্য আপনি জানতে পারবেন এই পর্ব থেকে। তিন দিন ব্যাপী ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’ গ্লোবাল সামিটের প্রথম দিনে, ২৫ ফেব্রুয়ারি এই বিশেষ পর্বটি আয়োজিত হবে।
একের পর এক হিট, রবীনার চোখ ধাঁধানো কেরিয়ার
নারী ক্ষমতায়নের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে সবসময় সরব থেকেছেন রবীনা ট্যান্ডন। সোশ্যাল মিডিয়াতেও তিনি ভীষণ সক্রিয়। তাঁর ব্যক্তিগত জীবনের বিভিন্ন খুঁটিনাটি আপডেট সেখানেই জানতে পেরে যান রবীনার ভক্তরা। দুর্দান্ত অভিনয়শৈলীর জন্য ইতিমধ্যেই তিনি জাতীয় পুরষ্কার পেয়েছেন। ঝুলিতে রয়েছে ফিল্মফেয়ার অ্য়াওয়ার্ডও। সেলুলয়েডে রবীনার প্রথম কাজ ১৯৯১ সালে। ‘পাথর কে পুল’ সিনেমার হাত ধরে পথ চলা শুরু। এরপর একের পর এক হিট। এক হি রাস্তা, পেহলা নাশা, দিলওয়ালে, মোহরা, জিদ্দি, দিওয়ানা মস্তানা, দুলহে রাজা, আন্টি নম্বর ওয়ান, শূল, আঁখিওঁ সে গলি মারে, আন এবং স্যান্ডউইচের মতো সিনেমায় নিজের অভিনয়ে দর্শকের মনে পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছেন তিনি।
রবীনার কামব্যাকের পর অভিনয়ও একইভাবে চর্চিত, প্রশংসিত। বরং আরও বেশি প্রশংসিত। কেজিএফ চ্যাপ্টার ২-এ অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। এছাড়া আরণ্যকের হাত ধরে ওটিটি প্লাটফর্মেও ধামাকাদার ডেবিউ করেন রবীনা। পঞ্চাশ বছর বয়সেও তাঁর অ্যাকশন স্টান্ট সবাইকে অবাক করে দিয়েছে। এখনও তাঁর হাতে রয়েছে ঘুড়ছড়ি, ওয়েলকাম টু দ্য জঙ্গলের মতো সিনেমার কাজ।