What India Thinks Today: নয়া ভারতের গ্যারান্টিতে কতটা অবদান হরিয়ানার, বোঝাবেন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর

Manohar Lal Khattar: টিভি নাইন নেটওয়ার্কের এই মেগা কনক্লেভ এমন একটি সময়ে আয়োজিত হচ্ছে, যখন সামনেই দেশে লোকসভা ভোট রয়েছে। সব রাজনৈতিক দলগুলি এখন নিজেদের নির্বাচনী প্রস্তুতিতে ব্যস্ত। আর হরিয়ানার ক্ষেত্রে এই ব্যস্ততা, প্রস্তুতি যেন আরও দ্বিগুণ মাত্রা পেয়েছে। কারণ, এখানে জোড়া নির্বাচন রয়েছে।

What India Thinks Today: নয়া ভারতের গ্যারান্টিতে কতটা অবদান হরিয়ানার, বোঝাবেন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর
মনোহর লাল খট্টরImage Credit source: TV9 Network
Follow Us:
| Updated on: Feb 24, 2024 | 11:15 AM

টিভি নাইন নেটওয়ার্ক আরও একবার হাজির ফ্ল্যাগশিপ কনক্লেভ হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে নিয়ে। এবার দ্বিতীয় সংস্করণ। তিন দিন ব্যাপী এই হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে গ্লোবাল সামিটের মঞ্চ আলোকিত করতে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল, জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গের মতো রাজনীতির রথী-মহারথীরা। হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে গ্লোবাল সামিটের তৃতীয় দিনে (২৭ ফেব্রুয়ারি) ‘সত্তা সম্মেলনের’ মঞ্চে উজ্জ্বল উপস্থিতি থাকবে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরেরও।

টিভি নাইন নেটওয়ার্কের মেগা সামিটের তৃতীয়ে দিনে ‘সত্তা সম্মেলনের’ মঞ্চে ‘নয়া ভারতের গ্যারান্টি’ শীর্ষক এক আলোচনাচক্রে নিজের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরবেন বিজেপি শাসিত হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর। বিগত এক দশক ধরে হরিয়ানার তখতে রয়েছেন তিনি। সময়ের সঙ্গে সঙ্গে হরিয়ানায় কী কী বদল এসেছে, কীভাবে হরিয়ানার উন্নতি হয়েছে, সেই বিষয়ে নিজের অভিজ্ঞতা খট্টর শেয়ার করবেন হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডের মঞ্চে। এর পাশাপাশি হরিয়ানায় যে অনবদ্য বিকাশ হচ্ছে, তা দেশের উন্নয়নে কীভাবে যুক্ত হবে, কীভাবে ভারতকে বিকশিত রাষ্ট্রে পরিণত করার স্বপ্নে সামিল হবে হরিয়ানা, সেই বিষয়েও আলোকপাত করতে পারেন তিনি।

টিভি নাইন নেটওয়ার্কের এই মেগা কনক্লেভ এমন একটি সময়ে আয়োজিত হচ্ছে, যখন সামনেই দেশে লোকসভা ভোট রয়েছে। সব রাজনৈতিক দলগুলি এখন নিজেদের নির্বাচনী প্রস্তুতিতে ব্যস্ত। আর হরিয়ানার ক্ষেত্রে এই ব্যস্ততা, প্রস্তুতি যেন আরও দ্বিগুণ মাত্রা পেয়েছে। কারণ, এখানে জোড়া নির্বাচন রয়েছে। প্রথমে লোকসভা ভোট। তার কয়েক মাস পরেই হরিয়ানার বিধানসভা নির্বাচনও হওয়ার কথা রয়েছে। সেক্ষেত্রে গত দশ বছরে তাঁর সরকার কী কী সাফল্য পেয়েছে, সেই বিষয়ের উপরেও আলোকপাত করতে পারেন খট্টর।

এবারের লোকসভা নির্বাচনের স্লোগান ইতিমধ্যেই বেঁধে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির ৩৭০ আসন এবং এনডিএ জোটের ৪০০ আসন। আর এই টার্গেট পূরণ করতে বিজেপি চাইছে হরিয়ানায় দশে দশ করতে। হরিয়ানার ১০টি লোকসভা আসনের সব ক’টিই জিততে চাইছে বিজেপি। কারণ, উনিশের লোকসভা ভোটে এখান থেকে ১০টি আসনই জিতেছিল বিজেপি। আর এবারও ফের একবার সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি দেখতে চাইছেন খট্টর।

হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর ছাড়াও ‘সত্তা সম্মেলনের’ মঞ্চ আলোকিত করতে উপস্থিত থাকবেন আরও ছয় রাজ্যের মুখ্যমন্ত্রী। রয়েছেন দুই নতুন মুখ্যমন্ত্রী – মধ্য প্রদেশের মোহন যাদব ও ছত্তীসগঢ়ের বিষ্ণুদেও সাইও। নতুন ভারতের গ্যারান্টি নিয়ে নিজেদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরবেন তাঁরাও। রাজনীতির রথী-মহারথীদের নিয়ে এই আলোচনাসভায় লোকসভা ভোটের পাশাপাশি রাজ্য রাজনীতি নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে।

সত্তা সম্মেলনের মঞ্চে বক্তব্য রাখবেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহাও। উপত্যকার পরিবর্তিত পরিস্থিতি নিয়ে বিশদে তথ্য তুলে ধরতে পারেন তিনি হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডের মঞ্চে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তাঁর আলোকোজ্জ্বল উপস্থিতিতে তুলে ধরবেন দেশের সেনাবাহিনীর সাহসিকতার কথা। এই মেগা সামিটের মঞ্চে নিজের বর্ণময় উপস্থিতিতে আলোর ছটায় ভরিয়ে তুলবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। অমিত শাহর বক্তব্যের মধ্য দিয়েই তিন দিন ব্য়াপী এই মেগা সামিটের সমাপ্তি ঘোষণা হবে।