কঙ্গনার মুখে সৃজনশীলতার কথা শোনা যাবে WITT-র মঞ্চে
What India Thinks Today: বলিউডের জগতে দীর্ঘদিন ধরে কাজ করছেন কঙ্গনা। তাঁর অভিনয় মুগ্ধ করে অগণিত সিনেমাভক্তকে। নিজের জীবনের বিভিন্ন অভিজ্ঞতার কথা জানাবেন তিনি। সেই আলোকে Creativity: World is My Oyster বিষয়েও বক্তৃতা করবেন কঙ্গনা। সম্মেলনের দ্বিতীয় দিনে ২৬ ফেব্রুয়ারি হবে এই অনুষ্ঠান।
নয়াদিল্লি: ২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি দেশের রাজধানীতে বসবে চাঁদের হাট। সৌজন্যে টিভি৯ নেটওয়ার্ক আয়োজিত হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে সম্মেলন। এই আন্তর্জাতিক সম্মেলনে বিভিন্ন ক্ষেত্রের কৃতীরা উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অনুষ্ঠানের প্রধান অতিথি। চলচ্চিত্র জগতের কৃতীরাও হাজির থাকবেন এই অনুষ্ঠানে। বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত অংশ নেবেন এই আন্তর্জাতিক সম্মেলনের এক বক্তৃতায়।
বলিউডের জগতে দীর্ঘদিন ধরে কাজ করছেন কঙ্গনা। তাঁর অভিনয় মুগ্ধ করে অগণিত সিনেমাভক্তকে। নিজের জীবনের বিভিন্ন অভিজ্ঞতার কথা জানাবেন তিনি। সেই আলোকে Creativity: World is My Oyster বিষয়েও বক্তৃতা করবেন কঙ্গনা। সম্মেলনের দ্বিতীয় দিনে ২৬ ফেব্রুয়ারি হবে এই অনুষ্ঠান।
২০০৬ সালে বলিউডে যাত্রা শুরু হয় কঙ্গনা রানাউত। গ্যাংস্টার তাঁর কেরিয়ার জীবনের প্রথম ছবি। সেই ছবিতে অভিনয়ের জন্য ফিল্মফেয়ার পুরস্কারও জিতেছিলেন তিনি। এর পর একের এক বলিউড ছবিতে নিজের অভিনয় দক্ষতা দেখিয়েছেন কঙ্গনা। তাঁর সাম্প্রতিক ছবি মণিকর্ণিকা নিয়েও আলোচনা হয়েছে বিস্তর। জাতীয় পুরস্কারও জিতেছেন এই বলিউড অভিনেত্রী। পাশাপাশি পদ্মশ্রী পুরস্কারও রয়েছে তাঁর ঝুলিতে। এই অভিজ্ঞতার ভাণ্ডার নিয়েই সৃজনশীলতা নিয়ে বক্তব্য রাখবেন হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে সম্মেলন।