Whatsapp Ban: ব্যান করা হয়েছে ৭০ লক্ষ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, নিয়ম না মানলে বিপদে পড়বেন আপনিও
Whatsapp Ban: হোয়াটসঅ্যাপ-এ একাধিক অ্য়ানালিস্ট আছে, যারা এই বাছাইয়ের কাজ করছে। এই প্রক্রিয়া একটানা চলছে। ফলে নীতি ভাঙলে আবারও একাধিক অ্যাকাউন্ট ব্যান করা হতে পারে, এমনটাই জানানো হয়েছে সংস্থার তরফে।
নয়া দিল্লি: ব্যক্তিগত আড্ডা হোক বা কাজের কথা, মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের ওপর নির্ভরশীলতা বাড়ছে ক্রমশ। তবে পলিসি ভাঙলেই কড়া শাস্তির ব্যবস্থা করেছে ‘মেটা’। শুধুমাত্র ১ থেকে ৩০ এপ্রিল, এই এক মাসের মধ্যে ৭১ লক্ষ ব্যবহারকারীকে নিষিদ্ধ ঘোষণা করেছে হোয়াটসঅ্যাপ। অর্থাৎ তাঁরা আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারছেন না। অ্যাপের অপব্যবহার যাতে না বাড়ে, তার জন্যই এই ব্যবস্থা করা হয়েছে।
হোয়াটসঅ্যাপের তরফে জানা গিয়েছে, মোট ৭১ লক্ষ ৮২ হাজার ব্যবহারকারীকে ব্যান করা হয়েছে। এর মধ্যে ১৩ লক্ষ এমন অ্যাকাউন্ট আছে, যাদের বিরুদ্ধে কোনও অভিযোগ আসার আগেই বন্ধ করে দেওয়া হয়েছে। কারও সন্দেহজনক ব্যবহার দেখলেই সেই অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। তার জন্য সংস্থা উন্নত প্রযুক্তিও ব্যবহার করছে।
২০২১ সালে হোয়াটসঅ্যাপ যে নিয়ম তৈরি করেছে, তার ওপর ভিত্তি করেই এই ব্যবস্থা নেওয়া হয়। ব্যবহারকারীদের অভিযোগের পাশাপাশি, আরও কিছু বিষয়ের ওপর ভিত্তি করে এই পদক্ষেপ করা হয়।
মূলত যে সব বিষয়ে জোর দেওয়া হয়, সেগুলি হল- হিংসামূলক কনটেন্ট, ভুল তথ্য, বেআইনি কোনও কাজ, হেনস্থামূলক আচরণ ইত্যাদি।
হোয়াটসঅ্যাপ-এ একাধিক অ্য়ানালিস্ট আছে, যারা এই বাছাইয়ের কাজ করছে। এই প্রক্রিয়া একটানা চলছে। ফলে নীতি ভাঙলে আবারও একাধিক অ্যাকাউন্ট ব্যান করা হতে পারে, এমনটাই জানানো হয়েছে সংস্থার তরফে।